মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহার গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠাল ইতিহাস ও ঐতিহ্য বাচাও কমিটি।আজ ওই কমিটির পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের কাছে ওই দাবি পত্র জমা দেওয়া হয়। ওই সংগঠনের দাবি, কোচবিহারের মহারাজা ১৯১৬ সালে কোচবিহারে হাসপাতাল স্থাপন করেন। বর্তমানে ওই এমজেএন হাসপাতালের নাম পরিবর্তন করে কোচবিহার গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করা হয়েছে। সেই নাম পরিবর্তন করে কোচবিহারের রাজার নামে করা হোক।
ওই সংগঠনের আহ্বায়ক রতন বর্মন বলেন, “কোচবিহার রাজার শহর। কোচবিহারের প্রজা বৎসল মহারাজা জিতেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুর ১৯১৬ সালে এই হাসপাতাল স্থাপন করতেন।পরে এই জেলা হাসপাতালের নাম করণ করা হয় রাজার নামেই কিন্তু সেই রাজার নামকে বাদ দিয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম করণ করা হয়েছে।এর প্রতিবাদে আজ আমরা জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমাদের দাবিপত্র পাঠিয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584