নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা ভোট যত এগিয়ে আসছে তখন যেমন শাসক দল কোমর বেঁধে নেমেছে। অন্যদিকে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলিও পিছিয়ে নেই ভোট প্রচারে।
বর্তমানে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাঁদের জমি এক ইঞ্চি ছাড়তে নারাজ।
আজ বাম সমর্থকেরা রোদ মাথায় করে নিয়ে জোর কদমে নেমে পড়েছে ভোট প্রচারে।ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবলীনা হেমব্রম রবিবার প্রখর রৌদ্রে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক চন্দ্রকোনা রোড এলাকায় কয়েক শো কর্মী সমর্থক দিয়ে নিয়ে প্রচার সারলেন।প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে গোটা এলাকায় ভোট প্রচার করলেন সিপিএম প্রার্থী।
আরও পড়ুনঃ ভোটারদের কাছে পৌঁছাতে ঐতিহ্যবাহী বাহনেই সওয়ার জয়নগরের জাতীয় কংগ্রেস প্রার্থী
এই দিন দেবলীনা হেমব্রমের বক্তব্য যে,তাঁদের প্রতিপক্ষ রাজনৈতিক দল হিসেবে শাসক দল সেটাই শুধু নয় অর্থাৎ বিজেপি ও তৃণমূল দুটোই তাঁদের প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং এই প্রচারের মূল হাতিয়ার হিসেবে বেকার যুবকদের চাকরি,রাজ্যের মহিলাদের নিরাপত্তা,কর্মসংস্থান, এছাড়াও যে ভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সেই গণতন্ত্রকে বজায় রাখা,এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন,গড়বেতার তিন নম্বরের ব্লক সভাপতি কমল সাহা সহ একাধিক বাম সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584