শ্যামল রায়,কালনাঃ
দীর্ঘদিন ধরে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতে বাঁকা নদীর পাড় এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে।নদীর ভাঙ্গনরোধে বাঁধ সংস্কারের জন্য দুকোটি টাকা আবেদন করল দামোদর চ্যানেল বিভাগ।
বৃহস্পতিবার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ ও পূর্ত দফতরের কর্মদক্ষ তড়িৎকান্তি রায় জানিয়েছেন যে ওই এলাকার ভাঙন রোধের জন্য একটি প্রজেক্ট তৈরি করে অনুমোদনের জন্য জল সম্পদ উন্নয়ন দপ্তর এর কাছে পাঠানো হয়েছে।
আশা করছি খুব তাড়াতাড়ি অনুমোদন পাওয়া যাবে এবং বর্ষার পরেই ভাঙন রোধে কাজ শুরু হবে।
পূর্ত দফতরের কর্মদক্ষ তড়িৎকান্তি রায় জানিয়েছেন যে মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট চারটি জায়গায় আটশো মিটার বাঁধের কাজ হবে।
খাঁচা তৈরি করে তাতে বড় বড় পাথর দিয়ে বাঁধ মেরামত করা হবে।
এছাড়াও বাঁকা নদীর ক্ষতিগ্রস্ত পাড় বাঁধানো হবে।
মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের ছোট আমাটিয়া গাব্রুডাঙ্গা প্রভৃতি এলাকার ভাঙ্গনে এলাকার মানুষের চরম দুর্দশার মধ্যে পড়তে হয়েছে। ভাঙ্গনের কবলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। তাই বাঁকা নদীর সংস্কারে নব্যতা ফিরে আসলে ভাঙন রোধ অনেকটাই কমে যাবে এবং রোদে পার বাঁধানোর কাজ হলে অনেকটাই উপকৃত হবেন এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584