বঙ্গ বিজেপির অন্দরের বিভেদ স্পষ্ট শাহের সম্মুখেই

0
128

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

minister | newsfront.co
দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ, সাথে দিলীপ ঘোষ, মুকুল রায়। ছবিঃ বিভাস লোধ

বিজেপির পাখির চোখ ২০২১ সালের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যেই ব্যস্ত সময়ের মধ্যেই সময় বার করে বাংলার বিজেপি সংগঠনকে মজবুত করার চেষ্টা করে যাচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। কিন্তু তিনি এসেও দেখতে পেলেন রাজ্য বিজেপি’র অন্দরে প্রবল কোন্দল রয়েছে। যা থাকলে বাংলা দখল করা সম্ভব নয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দলের অন্দরে একে অন্যের মধ্যে কার্যত মুখ দেখাদেখি নেই। সেটা চোখে পড়ল অমিত শাহের। যা নিয়ে তিনি রাজ্য নেতাদের কিঞ্চিৎ ধমকেছেন বলে সূত্রের খবর।

program opening | newsfront.co
অমিত শাহের সাথে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা। নিজস্ব চিত্র

ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, বৃক বাঁকুড়ার রবীন্দ্র ভবনে দলের বৈঠকে মোমবাতি প্রজ্বলনের একটি কর্মসূচি ছিল। সেখানে দেখা যায় কেন্দ্রীয় বিজেপির সহ সভাপতি মুকুল রায় যখন ভারত মাতার ছবির তলায় ফুল দিচ্ছেন তখন মুখ ঘুরিয়ে নমস্কার করছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় এজেন্সি চলে আসছে, নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর

Indian politician | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আবার এই ঘটনা দেখেও দিলীপ ঘোষের দিকে ফিরেও তাকাচ্ছেন না বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি যেন দিলীপ ঘোষকে দেখতেই পাননি। তবে দিলীপ ঘোষ আড়চোখে রাহুল সিনহাকে দেখে নিয়েছেন। এই গোটা ঘটনাটি যখন ঘটছে তখন সেটার থেকে নজর এড়ায়নি অমিত শাহের।

আরও পড়ুনঃ পাড়ার চিকিৎসককে দিয়েই করোনা রোগীকে চিকিৎসায় তিন জেলায় ভার্চুয়াল ট্রেনিং স্বাস্থ্য দফতরের

program | newsfront.co
নিজস্ব চিত্র

তাৎক্ষণিক তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। কারণ তাহলে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসত। পরে যখন দলীয় বৈঠক শুরু হয় তখনই নিজের ক্ষোভ উগড়ে দেন অমিত শাহ বলে সূত্রের খবর। এমনকি এই ঘটনা যে, তিনি প্রত্যক্ষ করেছেন সে কথাও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ আগের চেয়ে কিছুটা ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

তখন অবশ্য সবাই চুপ করেই ছিলেন। উল্লেখ্য, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দিয়েছিলেন, বিভাজন রাখা চলবে না। সবাইকে নিয়েই চলতে হবে। সেখানে রাজ্য সফরে এসে বুঝলেন কেউ তাঁর কথা শুনছেন না। এতে তিনি প্রচণ্ড রুষ্ট হয়েছেন বলে খবর মিলেছে।

রাহুল সিনহা এখন সাইডলাইনে রয়েছেন। তাই তিনি কারও সঙ্গে কথা বলেন না। আর দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন যে ক্রমাগত মুকুল রায়ের ক্ষমতা বাড়ছে। তাই তিনি মুকুল রায়কে এড়িয়েই চলেন বলে সূত্রের খবর। সাম্প্রতিক সৌমিত্র খানের যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দিয়ে বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ। সে কথাও অমিতের কানে তুলেছিলেন মুকুল। এবার তা প্রকাশ্যে স্বচক্ষে দেখলেন তিনি। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দলের অন্দরেই।

আরও পড়ুনঃ পুরানো টাইম টেবল মেনে বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন

এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক দলের এক প্রথমসারির নেতা বলেন, ‘এমন কিছু হয়েছে বলে আমার কানেও এসেছে। তবে পুরো বিষয়টা জানি না। একটা মতানৈক্য তো রয়েছে। সেটা সব দলেই থাকে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই বার্তাই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।“ যদিও অমিত শাহ এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি বরং তিনি টুইটে লিখেছেন, “বঙ্গ ইউনিটের উৎসাহ দেখে আমি আনন্দিত। এই দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারকে নির্মূল করতে এবং রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপিই।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here