ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
প্রযুক্তি বিশ্ব প্রহর গুনছে। অপেক্ষায় নতুন পণ্যের। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপেলের নতুন আইফোনের ঘোষণা আসতে পারে আজ । ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসায় এ বছর আইফোনের দশকপূর্তি হচ্ছে বলেই অ্যাপেলের কাছ থেকে ভক্তদের প্রত্যাশা বেশি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে স্টিভ জোবস থিয়েটারের অডিটোরিয়ামে হবে দশকপূর্তির অনুষ্ঠানটি। সেখানেই অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুকের নেতৃত্বে অ্যাপলের কর্মকর্তারা দেখাতে পারেন ‘আইফোন ৮’।
অ্যাপেলের কাছ থেকে প্রত্যাশিত:
নতুন আইফোন: সেপ্টেম্বর মাসটি অ্যাপেল ভক্তদের জন্য বরাবরই নতুন আইফোন উন্মুক্ত করার মাস হিসেবে পরিচিত। এর গত বছরের সেপ্টেম্বরে আইফোন ৭ ঘোষণা দিয়েছিল অ্যাপেল। নতুন আইফোনের নাম হতে পারে ‘আইফোন ৮’। এবার আইফোন ৮ ও আইফোন ৮ প্লাসের ঘোষণা আসতে পারে। এ দুটি ফোন গত বছর বাজারে আসা ফোনের পরবর্তী সংস্করণ হিসেবে আসবে। এতে বিশেষ কিছু নতুন ফিচার থাকতে পারে।
নতুন অ্যাপেল ওয়াচ: অ্যাপেলের অনুষ্ঠানে এবারে দেখা যেতে পারে নতুন স্মার্টওয়াচ। আগস্ট মাসে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এবারে নতুন অ্যাপেল ওয়াচ আসছে। এতে এলটিই মডেম থাকছে, যা আইফোনে সংযোগ ছাড়াই কাজ করা যাবে।
নতুন অ্যাপেল টিভি: আজকের অনুষ্ঠানে অ্যাপেলের কাছ থেকে এবার নতুন টিভির ঘোষণা আসতে পারে। দুই বছর আগে অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন, টিভির ভবিষ্যৎ অ্যাপে। অ্যাপেল টিভি স্ট্রিমিং ডিভাইস উন্মুক্ত করার সময় বলা কথাগুলো নতুন টিভির ফিচার হিসেবে চলে আসে। এবার বাজার ধরতে আরও উন্নত অ্যাপেল টিভির দেখা মিলতে পারে। এতে ফোরকে এইচডি স্ট্রিমিং সুবিধা থাকতে পারে।
হোমপড: গত জুন মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপেল তাদের হোমপড দেখিয়েছিল। সফটওয়্যার সিরি চালিত ওই ডিভাইসটি আমাজনের ইকো ও গুগল হোমের প্রতিদ্বন্দ্বী। সাত ইঞ্চি মাপের ওই স্পিকারটির নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে অ্যাপেলের অনুষ্ঠানে।
নতুন সফটওয়্যার: আইফোন, আইপ্যাডের জন্য আইওএস ১১-এর লেটেস্ট সংস্করণ, অ্যাপেল ওয়াচের জন্য ওয়াচ ওএস ৪ ও ম্যাকের জন্য ম্যাক ওএস হাই সিয়েরার প্রিভিউ সংস্করণ জুন মাসের ডেভেলপার সম্মেলনে দেখিয়েছিল অ্যাপেল। এবারের অনুষ্ঠানে সফটওয়্যারের নতুন সংস্করণ নিয়ে আরও তথ্য জানাব যেতে পারে।
ম্যাকের নতুন সংস্ককরণ: ডেভেলপার সম্মেলনে নতুন আইম্যাক প্রোর সঙ্গে পরিচয় করে দিয়েছিল অ্যাপেল। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে আজকের অনুষ্ঠানে।
এছাড়াও অ্যাপেল নতুন আইফোন ও অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসের চমক দেখাতে পারে।
চমক: প্রতিবছর অ্যাপেল কিছু না কিছু চমক রাখে। অনুষ্ঠানের বিস্ময় হিসেবে তার ঘোষণা আসে। এবারেও নিশ্চয় ব্যতিক্রম হবে না। অ্যাপেলের ওই চমক সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অগমেন্টেড রিয়্যালিটি গ্লাস ও অন্যান্য প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে চমক দিতে পারে অ্যাপেল ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584