মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
আপনি কি আইফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। বাজারে চলে এসেছে আইফোন ১৩। একেবারে নতুন ঝকঝকে আর চমকে ভরপুর এই ‘আইফোন ১৩ আর অ্যাপল ওয়াচ ৭’ বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের একটি অনুষ্ঠানে প্রকাশ করা হয়। আইফোনের নতুন মডেল প্রকাশের ওই অনুষ্ঠানেও ছিল চমক।
এদিন রাহুলদেব বর্মণের সুরে আশা ভোঁসলের কণ্ঠে ‘দম মারো দম’ গানটি শোনা গেল ওই অনুষ্ঠানে। কিন্তু আইফোন ১৩-এর প্রকাশের অনুষ্ঠানে হঠাৎ কেন শোনা গেল সত্তর দশকের এই গানটি? এই প্রশ্নর উত্তর পাওয়া গেল মঞ্চে টাঙানো পর্দায়। সেখানেই চালানো হয়েছিল আইফোন ১৩-র বিজ্ঞাপনটি। আর সেই বিজ্ঞাপনেই রয়েছে আশা ভোঁসলের গাওয়া ‘দম মারো দম’ গানের একটি অংশ।
‘আইফোন ১৩’ অনেকটা আইফোন ১২-এর মতোই দেখতে। তবে আইফোনের এই নতুন মডেলের ব্যাটারি এবং কার্যকারিতা (পারফর্মম্যান্স) যথেষ্ট উন্নতমানের। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩। শুধু তাই নয়, ৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্সও দেবে অ্যাপেলের এই নতুন সিরিজ। এখানেই শেষ নয়, দ্রুত সার্ভিস দেওয়ার পাশাপাশি মানেও উচ্চ এই নতুন মডেল। রিয়ার টুইন ক্যামেরা থাকছে আইফোনের নতুন মডেল আইফোন ১৩-এ।
আরও পড়ুনঃ এখন থেকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ, জানাল সংস্থা
এ১৫ বায়োনিকের প্রসেসর রয়েছে আইফোনের এই নতুন মডেলে। বাজারে লাল (প্রোডাক্ট রেড), গোলাপি, কালো (মিডনাইট), নীল আর স্টারলেট নিয়ে মোট পাঁচটি রঙের আইফোন ১৩ পাওয়া যাবে। এ দিন মডেল প্রকাশের অনুষ্ঠানে আইফোন ১৩-এর দামও ঘোষণা করা হয়েছে। সেখানেই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, আইফোনের এই নতুন মডেলের দাম ৭৯৯ আমেরিকান ডলার যা ভারতীয় মুদ্রায় ৫৮ হাজার ৬০০ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584