মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
চারিদিকে করোনা আবহ। সংক্রমণ রুখতে অধিকাংশ দেশে চলছে লকডাউন। এরই মধ্যে রিপাবলিক টিভি-র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলার বিচার শুরু করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে।
রেপাক খানসাল নামে এক ব্যক্তির দায়ের করা আবেদনে বলা হয়েছে যে, অর্ণব গোস্বামী তাঁর বিরুদ্ধে দেশব্যাপী দায়ের করা এফআইআরগুলি বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে করা রিট পিটিশনে বিভ্রান্তিমূলক বক্তব্য রেখেছেন। “সাংবাদিক ও সম্পাদক” বলে আবেদনে অর্ণব গোস্বামী যে দাবি করেছেন তাতে আপত্তি করেন আবেদনকারী।
আরও পড়ুনঃ ছয় ব্যাঙ্কে ৪০০ কোটি ঋণ! নিখোঁজ দিল্লির চাল রফতানিকারী সংস্থার তিন মালিক
“সম্পাদক” এর সম্পর্কে না জানলে রাজ্যের ব্রডকাস্টিং কর্মচারী এবং টিভি অ্যাঙ্কররা ‘প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস্ অ্যাক্ট ১৮৬৭’ অনুসারে আসে না এবং ওয়ার্কিং জার্নালিস্টস এবং অন্যান্য সংবাদপত্রের আওতায় সংজ্ঞায়িত ‘শ্রমজীবী সাংবাদিক’ এর আওতায় আসে না।
প্রেসের সংজ্ঞা অনুযায়ী সাংবাদিক এবং ইলেকট্রনিক সম্প্রচার চ্যানেলগুলির সংজ্ঞা হিসাবে ব্রডকাস্টিং কর্মচারী ও অ্যাঙ্কারদের আনার জন্য এখনও পর্যন্ত কোনও আইন কার্যকর করা হয়নি। আবেদনকারী ইঙ্গিত করেন যে ইলেক্ট্রনিক মিডিয়াগুলিও ভারতের প্রেস কাউন্সিলের আওতায় আসে না।
এই কারণগুলিতে, আবেদনকারী যুক্তি দেখান যে অর্ণব গোস্বামী জেনে শুনে সুপ্রিম কোর্টের কাছে হলফনামায় একটি মিথ্যা দাবি করেছেন, ভারতীয় দণ্ডবিধির ১৯১১, ১৯৯৯ এবং ২০০ এর অধীনে মিথ্যাচারের অপরাধকে আকৃষ্ট করে। অতএব, আবেদকরা এসসিকে জালিয়াতির কারণে রিপাবলিক টিভি অ্যাঙ্করকে বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির ৩৪০ ধারা অনুযায়ী প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584