বাড়িতে বসেই করুন রেশন কার্ডের আবেদন, দেখে নিন কিভাবে করবেন

0
124

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা পরিস্থিতির জন্য আপনার কি এখনও রেশন কার্ড হয়নি? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে রেশন পাচ্ছেন না। চিন্তা নেই এবার বাড়িতে বসেই আপনার নিজের স্মার্টফোন থেকে রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অতিমারির কথা বিবেচনা করেই সাধারণ মানুষের জন্য এই মাস থেকে বিনামূল্যে রেশনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

ration card | newsfront.co
প্রতীকী চিত্র

এবার দেখে নেওয়া যাক, কিভাবে এই আবেদন করবেন-

প্রত্যেক রাজ্যেই রেশন কার্ডের আবেদনের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছে। নিজ নিজ রাজ্যের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে রেশন কার্ডের জন্য।

এরপর অনলাইনে আবেদন করার লিঙ্কটিতে ক্লিক করুন। এবার আইডি প্রুফ হিসেবে আপনার ভোটার আইডি, আধার কার্ড, পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স দিন।

ঠিকানা প্রুভ হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, বিদ্যুতের বিল, গ্যাসের বই, ফোন বিল, বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট পেপার দিতে পারেন। এরপর আপনার আবেদনটি জমা দিন।

রেশন কার্ডের আবেদনের জন্য ফি দিতে হতে পারে ৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে নাম নথিভুক্ত করা হয় তাদের বাবা-মা’র রেশন কার্ডের সঙ্গে। আর ১৮ -র অধিক বয়সীরা আবেদন করতে পারবেন নিজেদের আলাদা রেশন কার্ডের জন্য।

আরও পড়ুনঃ বেতন বকেয়া থাকলেও ক্লাস বন্ধ করা যাবে না, হাইকোর্টের রায়ে স্বস্তি অভিভাবকদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here