নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রাথমিকে নিয়োগের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডিএলএড ট্রেনিং প্রাপ্ত এবং টেট পাস করা প্রার্থীদের নিয়োগের প্রাথমিক ধাপ শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে তাঁরা জানিয়েছে, বুধবার থেকে তাঁদের পোর্টালে নাম রেজিস্টার করতে পারবেন প্রার্থীরা।
পোর্টালে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে টেটের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে বাকি তথ্য জমা করতে হবে। এইসব তথ্য জমা করার শেষ তারিখ ১ ডিসেম্বর। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, সরকারের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘সমস্ত মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছাতে আমরা প্রস্তুত’, মোদীর সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী
নিয়োগপত্র দেওয়ার আগে প্রার্থীদের তথ্যাদি খতিয়ে দেখা হবে। পর্ষদ সূত্রে খবর, যে ১৬,৫০০ পদে নিয়োগ করা হবে, তার জন্য পর্যাপ্ত প্রার্থী পেতে খুব একটা সমস্যা হবে না। টেট প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী রয়েছেন প্রায় ৮০ হাজার। এঁদের মধ্যে যাঁরা দু’বছরের ডিএলএড প্রশিক্ষণ পরবর্তীকালে শেষ করেছেন, তাঁরাই চাকরি পাওয়ার যোগ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584