কোভিড আক্রান্ত জগন্নাথ মন্দিরের প্রায় ৪০০ পুরোহিত

0
140

ওয়েব ডেস্ক, পুরীঃ

করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। অন্যান্য দেশের মতো ভারতেও সংক্রামিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় ৪০০ জন পুরোহিত করোনা আক্রান্ত হয়েছেন। তাই এখন জগন্নাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য কোনওভাবেই খোলা সম্ভব নয়।

Puri Jaggannath temple | newsfront.co
ফাইল চিত্র

হাইকোর্টের জারি করা একটি নোটিসের প্রেক্ষিতে এমনটাই জানাল ওড়িশা সরকার। হলফনামায় জানানো হয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের ৩৫১ জন সেবাইত ও ৫৩ জন আধিকারিক করোনা সংক্রামিত হয়েছেন। এই পরিস্থিতিতে ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই মন্দির আপাতত বন্ধ রাখা উচিৎ।

আরও পড়ুনঃ এনডিএ জোটের আদৌ অস্তিত্ব রয়েছে? প্রশ্ন শিবসেনার

অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারও উৎসবের মরশুমে সমস্তরকম সতর্কতা বজায় রাখার আর্জি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার এ নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here