মুনিরুল তারেক,ঢাকাঃ
গত সাত দিনে ৭০ লাখ টাকার জাল নোট রাজধানী ঢাকার পশুর হাটগুলোয় ছড়িয়েছে। টার্গেট ছিলো- আসন্ন ঈদুল আযহার আগে এক কোটি টাকার জাল নোট ছড়ানোর। গ্রেফতারের পর জাল নোট কারবারে জড়িতরা এমনটাই জানিয়েছে।
আজ ২০ জুলাই রাজধানী ঢাকার বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার হয়েছে এক কোটি টাকার জাল নোট এবং নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম। র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ.এম পারভেজ আরেফিন এ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অভিযানে চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। তারা হলেন- রিফাত ও পলাশ।
আরও পড়ুনঃ এবার আধুনিক রেলওয়ে স্টেশন গুলোকে বেসরকারিকরণের পথে কেন্দ্র
পারভেজ আরেফিন জানান, এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করেছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোই ছিলো মূল টার্গেট। এই র্যাব কর্মকর্তা বলেন, গত সাত দিনে চক্রটি ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে। আগামী সাত দিনে আরো এক কোটি ছাড়তে চেয়েছিল।
আরও পড়ুনঃ ডোনাল্ড ট্রাম্প বিক্রি হলো ১ লাখ ৬৯ হাজার টাকায়!
তিনি আরো বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। এ জন্য দিন-রাত চলছিলো টাকা ছাপানোর কাজ। এই চক্রের নিজস্ব কিছু পাইকারি জাল কারবারি আছে। যারা মাঠ পর্যায়ে সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে’।
উল্লেখ্য, আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত। সারাদেশে চলছে কোরবানির পশু বিক্রির হাট বসানোর আয়োজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584