করোনা আবহে আজ রাজ্যে নিট পরীক্ষায় বসছেন প্রায় ৭৭ হাজার

0
55

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ, রবিবার মেডিক্যালে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা ‘ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিটি টেস্ট’ বা নিট। পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষায় বসছেন ৭৭ হাজার ৬১ জন ছাত্রছাত্রী। যা গত বছরের তুলনায় ১০ হাজার বেশি।

NEET candidates | newsfront.co
প্রতীকী চিত্র

গত বছরে পরীক্ষার্থী ছিলেন ৬৭ হাজার ৭৭৬ জন। গোটা দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। আসন সংখ্যা দেড় লক্ষের কিছু বেশি। করোনা পরিস্থিতির মধ্যে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে পরীক্ষা ব্যবস্থা বিশ্বে সম্ভবত প্রথম।

আরও পড়ুনঃ এবার সাধারণ থানাতেও হবে প্রবেশনে থাকা মহিলা সাব ইন্সপেক্টরদের পোস্টিং

বাংলার নিট পরীক্ষাকেন্দ্রগুলিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দুপুর ২ টো থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে বিকেল ৫ টায়।

আরও পড়ুনঃ কৃষক, মৎস্যজীবীদের পুজোর আগেই মিলবে অগ্রিম পেনশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেলা এগারোটা থেকে দুপুর দেড়টার মধ্যে পড়ুয়াদের ঢুকে পড়তে হবে পরীক্ষাকেন্দ্রে। শিলিগুড়ি কলেজ অফ টেকনোলজির ডিরেক্টর জানান, থার্মাল স্ক্যানিংয়ে কোনও পরীক্ষার্থীর জ্বর ধরা পড়লে, আইসোলেশন রুমে পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরীক্ষকের পরনে থাকবে পিপিই কিট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here