ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং সিডিডিইপি এক রিপোর্ট সামনে আসতেই চিন্তার ভাঁজ ভারত সরকারের কপালে।

রিপোর্টে দাবি করা হচ্ছে আগামী এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে ১২ কোটি ভারতীয় কোভিড ১৯ তে সংক্রামিত হতে পারেন ।
পাশাপাশি রিপোর্টে আরও দাবি করা হচ্ছে শুধুমাত্র অত্যাধিক জনঘনত্ব এবং উপযুক্ত পারস্পরিক দূরত্ব বজায় না করার কারণে এই লকডাউনের মধ্যেই উপসর্গ উপসর্গ পর্ব এবং হাসপাতলে ভর্তি এই তিন মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে ২৫ কোটির কাছাকাছি।
আরও পড়ুনঃ করোনা থাবায় বিধ্বস্ত অর্থনীতিকে অক্সিজেন দিতে কমল ‘রেপো রেট’
দীর্ঘদিন ধরে ভারত সরকারের জনস্বস্থ্য সুরক্ষার উপরে কাজ করা এই সংস্থা জানাচ্ছে, ভারত সরকার যদি হাসপাতালে চিকিৎসারত ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সংক্রামক প্রতিরোধকারি ব্যবস্থাপনা যেমন গ্রাউন, মাস্ক, স্যানিটাইজার সরবরাহ না করতে পারে তাহলে এদের থেকেই দ্রুত সংক্রমণ ছড়াবে। যদিও ভারতের ভৌগোলিক অবস্থান মেনে এই সমীক্ষা কতটা কার্যকরী তা নিয়ে সংশয় আছে।
পূর্বে আর এক মার্কিন সংস্থা প্রশ্ন তুলেছে হাসপাতালের বাইরে ভারতে করোনাই আক্রান্ত সংখ্যা কত? যদিও ভারত সরকার এর উত্তর দিতে ব্যর্থ হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584