আসিফ রনি, মুর্শিদাবাদঃ
অবশেষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে চালু হচ্ছে আরবি কোর্স। অনুমোদন দিলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তর স্তরে শুরু হচ্ছে আরবি বিষয়ের পঠনপাঠন। আসন সংখ্যা রাখা হয়েছে ৮০।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরব হয়েছিল গোটা জেলাবাসী। তবে ১৪ টি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় শুরু হলেও স্নাতকোত্তর স্তরে আরবি পড়ার সুযোগ ছিল না। এই নিয়েও প্রতিবাদে নামেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সংগঠন থেকে শুরু করে পড়ুয়ারা। অবশেষে সেই দাবির পক্ষে সওয়াল দিলেন অধ্যক্ষ। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদনে চলতি বছর থেকেই শুরু হয়ে যাচ্ছে আরবি কোর্স। খুশি পড়ুয়া থেকে গোটা জেলাবাসী।
এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লালগোলা কলেজের আরবি বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান। তিনি আরবি চালু করার জন্য রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুনঃ সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবই, সিদ্ধান্ত বিজেপির দিল্লির নেতাদের
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা ব্যানার্জি মহাশয়া ‘নিউজ ফ্রন্ট’ কে জানান, এটা ভেবে খুবই আনন্দ হচ্ছে যে অন্যটি চৌদ্দটি বিষয়ের সঙ্গেও আরবিকে যুক্ত করা হল। সাথে এটাও তিনি জানান, পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তির কাজ শুরু হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস
বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল জানান, এটা খুবই ইতিবাচক পদক্ষেপ, দীর্ঘ আন্দোলনের ফল। দাবি মেনে নিয়েছে সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে এই আন্দোলনের মোটেও প্রয়োজন ছিল না যদি উপাচার্য মহাশয়া সংস্কৃতি সহ অন্যান্য বিষয়ের সঙ্গে আরবিও শুরু করতেন। তবে তিনি সাংবাদিকতা, প্রাণিবিদ্যা ও রসায়ন চালুর দাবি জানান চলতি বর্ষে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584