নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাষ্ট্রপুঞ্জের নতুন পরিবেশ বিষয়ক দলের প্রধান হলেন ভারতীয় পরিবেশ কর্মী অর্চনা সোরেং। অর্চনা দেবী বলেন, আমাদের পূর্বপুরুষরা কয়েক হাজার বছর ধরে পরিবেশ ও প্রকৃতির অধিকার নিয়ে লড়াই করেছেন, পরিবেশ রক্ষা করে চলেছেন এখন সে দায়িত্ব আমাদের হাতে।
অর্চনা সোরেং ও সারা পৃথিবীর আরো ৬ জন পরিবেশ কর্মী যোগ দেন রাষ্ট্রপুঞ্জের এই নতুন পরিবেশ বিষয়ক দলে, যাঁরা সারা বিশ্বের পরিবেশ পরিবর্তন নিয়ে কাজ করবেন। অর্চনা সোরেং মুম্বাই এর টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের প্রাক্তনী এবং ছাত্র সংসদের প্রেসিডেন্ট ছিলেন।
রাষ্ট্রপুঞ্জের এই নতুন পরিবেশবিদরা ১৮ থেকে ২৮ বছর বয়স্ক, নবীন পরিবেশ কর্মী। এঁদের কাজ হল বিভিন্ন গবেষণামূলক কাজ থেকে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ দপ্তরকে পরামর্শ দেওয়া এবং পৃথিবীকে পরিবেশ সংকট থেকে বাঁচানো।
আরও পড়ুনঃ পশু নয়, নিজের সন্তানকে কুরবানি দেওয়ার ফতোয়া বিজেপি নেতার
রাষ্ট্রপুঞ্জের প্রধান সংবাদ মাধ্যমকে জানান, এই মুহূর্তে পৃথিবী যে পরিমান পরিবেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে নতুন করে বড় একটি সংস্থা তৈরি করে কাজ করার মত সময় আমাদের হাতে নেই। এই মুহূর্তে এই সাতজন পরিবেশ কর্মী তাঁদের স্পষ্ট এবং নির্ভীক পরামর্শ দেবেন সেক্রেটারিকে এবং সেই অনুযায়ী কাজ করবে রাষ্ট্রপুঞ্জ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584