আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বিজয়ী মুর্শিদাবাদের অর্ধেন্দু বিশ্বাস

0
466

শুভময় সেন, মুর্শিদাবাদঃ

আন্তর্জাতিক মুম্বাই সাহিত্য উৎসবে সারা ভারতের ১৫৩১ জন তরুণ লেখকদের মধ্যে পাঠকের মতামতের বিচারে তিন জন বিজয়ীর মধ্যে এক জনের হলেন অর্ধেন্দু বিশ্বাস তার গল্প ” দি ম্যান হু স্টোল রেন”-র জন্য।

voted list
নিজস্ব চিত্র

পেশায় শিক্ষক অর্ধেন্দু বিশ্বাসের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত নওদা নামে প্রত্যন্ত গ্রামে। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন। মূল অনুষ্ঠানটি সংঘটিত হয় ১৫ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর ভারতের বলিউড ও মায়া নগরী মুম্বাই- এর প্রাণকেন্দ্র এন.সি.পি.এ. মার্গ- এ। দেশ- বিদেশের একশো তিরিশ জন প্রখ্যাত লেখক-লেখিকা এতে অংশগ্রহন করেন।

ardhendu biswas image
নিজস্ব চিত্র

এছাড়াও টাটা লিটলাইভ২০১৮ এই সাহিত্য উৎসবে যোগ দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও দেশ- বিদেশের সমাজকর্মী ও কলাকুশলীরা। অনুষ্ঠান শুরুর আগে ‘ মাই স্টোরি কনটেস্ট’ -নামে অক্টোবর ২০ থেকে ৩০ তারিখের মধ্যে একটি অনলাইন স্বরচিত ইংরিজি সাহিত্য রচনার প্রতিযোগিতা হয়ে ছিল। কবিতা ও গদ্য মিলিয়ে মোট ১৫৩১ জন ভারতীয় তরুণ লেখকরা অংশগ্রহন করেছিল । তাদের মধ্যে থেকে তিন জনকে কবিতা থেকে ও তিন জনকে গদ্য থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ও তাদের লেখাগুলি www.tatalitlive.in এ আপলোড করা হয়। চার দিন ব্যাপী সাহিত্য উৎসবে শ্রেষ্ঠ ১১ টি লেখা পাঠ করেন তরুণ লেখকরা স্বয়ং। এই এগারো জন লেখকদের আমন্ত্রণ জানানো হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখকদের সাথে ‘ টি উইথ অথারস’ ইভেন্টে হোটেল তাজ প্যালেশে। উদ্যোক্তাদের মতে তরুণ লেখকদের প্রতিভা দেখানো ও তাদের অনুপ্রেরণা দিতেই এই প্রতিযোগিতা।

ardhendu biswas
নিজস্ব চিত্র

সাহিত্যপাঠ,নাটক,বিতর্ক,আলোচনা,নৃত্য,সংগীত,ব‌ই প্রকাশ, সাক্ষাৎকার,সব মিলিয়ে এবছের টাটা লিটলাইভ২০১৮ ছিল এক কথায় চাঁদের হাট।

আরও পড়ুনঃ সুষ্ঠু পঞ্চায়েত পরিচালনা করতে কর্মশালা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here