শুভময় সেন, মুর্শিদাবাদঃ
আন্তর্জাতিক মুম্বাই সাহিত্য উৎসবে সারা ভারতের ১৫৩১ জন তরুণ লেখকদের মধ্যে পাঠকের মতামতের বিচারে তিন জন বিজয়ীর মধ্যে এক জনের হলেন অর্ধেন্দু বিশ্বাস তার গল্প ” দি ম্যান হু স্টোল রেন”-র জন্য।

পেশায় শিক্ষক অর্ধেন্দু বিশ্বাসের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত নওদা নামে প্রত্যন্ত গ্রামে। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন। মূল অনুষ্ঠানটি সংঘটিত হয় ১৫ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর ভারতের বলিউড ও মায়া নগরী মুম্বাই- এর প্রাণকেন্দ্র এন.সি.পি.এ. মার্গ- এ। দেশ- বিদেশের একশো তিরিশ জন প্রখ্যাত লেখক-লেখিকা এতে অংশগ্রহন করেন।

এছাড়াও টাটা লিটলাইভ২০১৮ এই সাহিত্য উৎসবে যোগ দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও দেশ- বিদেশের সমাজকর্মী ও কলাকুশলীরা। অনুষ্ঠান শুরুর আগে ‘ মাই স্টোরি কনটেস্ট’ -নামে অক্টোবর ২০ থেকে ৩০ তারিখের মধ্যে একটি অনলাইন স্বরচিত ইংরিজি সাহিত্য রচনার প্রতিযোগিতা হয়ে ছিল। কবিতা ও গদ্য মিলিয়ে মোট ১৫৩১ জন ভারতীয় তরুণ লেখকরা অংশগ্রহন করেছিল । তাদের মধ্যে থেকে তিন জনকে কবিতা থেকে ও তিন জনকে গদ্য থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ও তাদের লেখাগুলি www.tatalitlive.in এ আপলোড করা হয়। চার দিন ব্যাপী সাহিত্য উৎসবে শ্রেষ্ঠ ১১ টি লেখা পাঠ করেন তরুণ লেখকরা স্বয়ং। এই এগারো জন লেখকদের আমন্ত্রণ জানানো হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখকদের সাথে ‘ টি উইথ অথারস’ ইভেন্টে হোটেল তাজ প্যালেশে। উদ্যোক্তাদের মতে তরুণ লেখকদের প্রতিভা দেখানো ও তাদের অনুপ্রেরণা দিতেই এই প্রতিযোগিতা।

সাহিত্যপাঠ,নাটক,বিতর্ক,আলোচনা,নৃত্য,সংগীত,বই প্রকাশ, সাক্ষাৎকার,সব মিলিয়ে এবছের টাটা লিটলাইভ২০১৮ ছিল এক কথায় চাঁদের হাট।
আরও পড়ুনঃ সুষ্ঠু পঞ্চায়েত পরিচালনা করতে কর্মশালা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584