স্পোর্টস ডেস্কঃ-
ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে উড়ে গেল মেসির আর্জেন্টিনা। দুই ম্যাচে প্রথমটি ড্র, দ্বিতীয়টিতে জঘন্য পরাজয়, বাকি আ্য একটি। পরের রাউন্ডে যাওয়া প্রায় অসম্ভব- কারণ পরের রাউন্ডে যেতে গেলে নাইজেরিয়ার বিরুদ্ধে শুধু বিশাল ব্যবধানে জিতলেই হবেনা, তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের পারফরম্যান্সের দিকে। বড্ড জটিল অঙ্ক।
প্রথম রাউন্ড ছিল গোলশূন্য।দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে প্রথম গোলটি করেন রেবিচ।
ম্যাচের ৮০তম মিনিটে অধিনায়ক লুুকা মড্রিকের দুর্দান্ত গোলে ক্রোয়েশিয়া এগিয়ে যায় দুই শূন্য গোলে।অতিরিক্ত সময়ে কফিনে শেষ পেরেকটি পোঁতেন রাকিতিচ। ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে প্রায় উড়ে যায় মেসির আর্জেন্টিনা।
অকেজো, নিস্তেজ মেসি প্রতিপক্ষকে সেরকম কোন লড়াই দিতে পারেননি।দিবালা নামার পর কিছুটা সুযোগ তৈরি করেছিলেন ঠিকই। কিন্তু তা যথেষ্ট ছিল না। মেসির পজিশনে খেলেন বলে এই দিবালাকে কোচ স্কোয়াডেই নিতে চাননি। অথচ এই দিবালার পা থেকেই বেরোলো কিছুটা আশার ঝলকানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584