বলিভিয়ার কাছে জয় মেসিদের

0
83

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

১৫ বছর পরে বলিভিয়ার বিরুদ্ধে সেদেশের মাঠে দিয়ে জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচের ফল ২-১। শুরুতে যদিও পিছিয়ে পড়ে নীল সাদা জার্সি। শেষ বার ২০০৫ সালে বলিভিয়ায় গিয়ে জেতে আর্জেন্টিনা।

Lionel Messi | newsfront.co

এই ম্যাচে ২৪ মিনিটে মার্সেলো মার্টিনস মোরেনোর গোলে এগিয়ে গিয়েছিল বলিভিয়া। প্রথর্মাধের শেষ দিকে আর্জেন্টিনার হয়ে ১-১ করেন লটারো মার্টিনেজ। গোল না পেলেও গোল করার পজিশন তৈরি করেন মেসি।

Argentina | newsfront.co

দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে হোয়াকিন কোরেয়া জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার হয়ে। এই জয়ের ফলে কনমেবল গ্রুপ থেকে বিশ্বকাপের বাছাই পর্বে পর পর দু’ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ভাল জায়গায় রইল আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ইস্টবেঙ্গলে

সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজারের বেশি উচ্চতার লা পাজের মাঠে আর্জেন্টিনা শুরুতে ভাল খেলতে পারেনি। এই সুযোগেই মার্সেলো মার্টিনস মোরেনো হেডে গোল করে এগিয়ে দেন বলিভিয়াকে। এই সময় বলিভিয়ার গোলের কাছেও পৌঁছতে পারছিলেন না মেসিরা।

আরও পড়ুনঃ জ্বলে উঠলেন নেইমার পেরু জয় ব্রাজিলের

কিন্তু প্রথমার্ধের শেষ দিকে অদ্ভুত ভাবে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। বল নিয়ে বক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন লটারো মার্টিনেজ। বলিভিয়ার ডিফেন্ডার হুয়ান কারাস্কো সেই বল থেকে কোনাকুনি শট মেরে গোল করেন কোরেয়া। এই জয়ের ফলে বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের পরেই আর্জেন্টিনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here