ফের তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্কিত পোষ্টার মেছেদায়

0
117

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Kolaghat Thermal Power Station | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ফের পূর্ব মেদিনীপুরের মেছেদা বাজার এলাকায় কেউ বা কারা তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্কিত পোষ্টার ছড়ালো, যার জেরে যথেষ্ট শোরগোল পড়েছে গোটা এলাকায়। এর আগে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে ছড়ানো হয়েছিল এই পোষ্টার।

poster | newsfront.co
বিতর্কিত সেই পোষ্টার। নিজস্ব চিত্র

তবে পোষ্টারে অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নামে। কিন্তু কোন নেতা বা নেত্রীর নাম উল্লেখ ছিল না। প্রসঙ্গত গতসপ্তাহেও একইরকম ভাবে পোষ্টার ছড়ানো ছিল মেছেদা চত্বরে। তবে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দিব্যেন্দু রায় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

আরও পড়ুনঃ মাদারিহাটে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার,ধৃত ২

man | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্বাস্থ্য কমিশনে বেসরকারি হাসপাতালের বিল মুকুবের বেআইনি আবদার রোগীর পরিবারের

তিনি আরও বলেন, যারা এ কাজ করছে, রাতের অন্ধকারে করছে। তার নামে মিথ্যে অভিযোগ তুলে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগে কারোর নাম উল্লেখ নেই। তবে বিষয়টি কে বা কারা করছে, তা থানায় তদন্তের জন্য বলা হয়েছে।

পাশাপাশি এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মাইতি জানান,এসব বিজেপির চক্রান্ত। দিব্যেন্দু বাবু যথেষ্টই রাজনৈতিকভাবে স্বচ্ছ মানুষ।ভোটের আগে দলকে ও তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনের নামে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

এই পোষ্টার প্রসঙ্গে মেছেদা এলাকার বিজেপি নেতা বামদেব গুছাইত জানান,তৃণমূল নেতারা টাকা ছাড়া কিছু চেনেন না।তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিকবার এই রকম বিতর্কিত পোষ্টার সেটাই প্রমাণ করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here