তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের করিডোরে এক চিকিৎসকের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। হাসপাতালেই চিকিৎসাধীন আকুপাংচারের চিকিৎসক রজত দেবনাথ মেডিসিন বিভাগের করিডোরে ধুমপান করতে থাকায় চাঞ্চল্য ছড়ায়।বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর।
ওই চিকিৎসকের বিরুদ্ধে ঘটনার বিভাগীয় তদন্তের পাশাপাশি শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা।যেখানে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, সেখানে ধুমপান নিষিদ্ধ এলাকা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন বিভাগের করিডোরে খোদ একজন চিকিৎসক ধূমপান করায় বিতর্ক শুরু হয়েছে।জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে,রায়গঞ্জ জেলা হাসপাতালের আকুপাংচারের চিকিৎসক ডাঃ রজত দেবনাথ নিজের শারীরিক চিকিৎসার কারনে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি করিডোরে এসে রীতিমতো ধূমপান করছেন।এই ঘটনায় বাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। যদিও এব্যাপারে অভিযুক্ত চিকিৎসক কোনও মন্তব্যই করতে চাননি।এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন,একজন চিকিৎসক হিসেবে হাসপাতালের ভেতরে ধূমপান করে খুবই অন্যায় করেছেন। বিভাগীয় তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে। তবে ওই চিকিৎসকের বিশেষ চিকিৎসার দরকার রয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক।তিনি বলেন,প্রয়োজনে মেডিকেল বোর্ড বসিয়ে আকুপাংচারের চিকিৎসক রজত দেব নাথের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা হবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ছবি ফেসবুকে অশালীন ভাবে পোস্ট করায় গ্রেফতার বাবুয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584