নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সাংসদ অর্জুন সিং তাঁর প্রকৃত সম্পত্তির হিসেব দেননি নির্বাচন কমিশনে, অভিযোগ তৃণমূলের। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র এবং মন্ত্রী শশী পাঁজা অভিযোগ তোলেন, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং নির্বাচন কমিশনে বিষয়-সম্পত্তি নিয়ে অসত্য তথ্য জমা দিয়েছেন। অর্জুনের দুবাইয়ের সম্পতির কথা নির্বাচনী হলফনামায় নেই।
এমনকি অর্জুন সিংয়ের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন শশী পাঁজা। যদিও তৃণমূলের এই অভিযোগের পরই পাল্টা চ্যালেঞ্জ করেন ব্যারাকপুরের সাংসদ।তিনি বলেন এ বিষয়ে সাংবাদিক সম্মেলন না করে আদালতে মামলা করা উচিত ছিল তৃণমূলের।
আরও পড়ুনঃ ৬ তারিখে শিলিগুড়ি ফিরছেন বিমল গুরুং, জানালেন রোশন গিরি
কয়েকদিন আগে অর্জুন সিং দাবি করেন, সৌগত রায়-সহ তৃণমূলের ৫ জন সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন শীঘ্রই। অর্জুনের সেই দাবি নস্যাৎ করে দেন সৌগত রায় নিজেই। আজ সেই প্রসঙ্গ তুলে শশী পাঁজা বলেন, সৌগত রায়কে নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি। অর্জুন যদিও এখনও নিজের সেই দাবিতে অনড়।
আরও পড়ুনঃ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন, টুইট করে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ
শনিবারের সাংবাদিক সম্মেলনে আরেকটি মূল বিষয় ছিল রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। শশী পাঁজা বলেন, রাজ্যের প্রাপ্য ৫০ হাজার কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না। জিএসটি বাবদ বকেয়া রয়েছে ৭৭৫০ কোটি টাকা। কেন্দ্র সেটাকাও দিচ্ছে না। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন তাতেও কোনো লাভ হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584