মুর্শিদাবাদ নিয়ে বিভ্রান্তিকর টুইট অর্জুনের, আইনত ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাজ্য পুলিশের

0
530

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘বিভ্রান্তিকর’ টুইটের জেরে আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ অর্জুন সিংয়ের টুইটার হ্যান্ডেল থেকে কালীপ্রতিমা পুড়িয়ে দেওয়ার কিছু ছবি দিয়ে একটি টুইট করা হয়।

Arjun Singh | newsfront.co
অর্জুন সিং

টুইটে লেখা রয়েছে, ‘দিদির জিহাদি প্রকৃতির রাজনীতি এখন হিন্দু ধর্ম ও সংস্কৃতি ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন মুর্শিদাবাদে কীভাবে মন্দিরের ওপর হামলা চালিয়ে কালীপ্রতিমা পুড়িয়ে দিয়েছে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের লোকজন।’

টুইটে বিতর্কিত ছবি এবং তাতে এই ধরনের লেখা পোস্ট করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টার এবার অভিযোগ উঠল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সেই পোস্ট ‘বিভ্রান্তিকর’ জানিয়ে পাল্টা টুইট করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে।

‘বিশেষ ধর্মীয় সম্প্রদায়’ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ নামে উল্লেখ করে এই টুইটকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে। যা চোখে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের।

আরও পড়ুনঃ পৌষমেলার মাঠ নিয়ে অগ্নিমিত্রার মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি

তারা তাদের টুইটার হ্যান্ডেল থেকে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের টুইটের ছবি পোস্ট করে আবেদন জানিয়েছে, ‘এই পোস্ট বা দাবি বিভ্রান্তিকর। এর বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক এই পোস্ট এড়িয়ে চলুন।’ তবে তাঁর করা এই উত্তেজনামূলক পোস্টের ব্যাপারে এখনও কিছু প্রতিক্রিয়া দেননি সাংসদ অর্জুন সিং।

letter | newsfront.co
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া চিঠি

এদিকে, মুর্শিদাবাদ জেলার নওদার ‘আলামপুর কালী মা নিমতলা কালীমন্দির’-এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্প্রতি একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাতে মন্দির সম্পাদক শুকদেব বাজপেয়ীর তরফ থেকে জানানো হয়েছে, ৩১ অগস্ট রাতে কে বা কারা ওই মন্দিরের কালীপ্রতিমায় আগুন লাগিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ বেলঘড়িয়া থেকে নিখোঁজ জয়েন্ট পরীক্ষার্থী, বেলডাঙায় উদ্ধার স্কুটি-হেলমেট

তবে কোনও চুরির ঘটনা ঘটেনি। এটা একটা দুর্ঘটনা বলে অনুমান করছেন তাঁরা। এর পরই তাঁর আবেদন, ‘এই এলাকায় হিন্দু-মুসলমান সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ। দয়া করে এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেবেন না। পরিবেশ অশান্ত করবেন না এবং উত্তেজনামূলক কোনও কাজ করবেন না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here