নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
ব্যানার, পোস্টারে কালি মাখানো, ছিঁড়ে ফেলা এগুলো রাজনীতির ময়দানে এগুলো সবই পুরনো ঘটনা। শাসক-বিরোধী দু’পক্ষ এমন অভিযোগে সরব হয়ে উঠেছেন বারবার। এবার উত্তর ২৪ পরগনার নৈহাটির ২০ নম্বর ওয়ার্ডে বিজেপি কার্যালয়ের সামনে সাংসদ অর্জুন সিংয়ের ব্যানার ছেঁড়া হয়। এই দেখেই তৃণমূলের দিকে আঙ্গুল তোলে গেরুয়া শিবির। তাঁদের অভিযোগ অর্জুন সিং-এর ব্যানার ছেঁড়ার নেপথ্যে রয়েছে তৃণমূল।
সম্প্রতি সেই ব্যানার ছেঁড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওটি পুরোটা দেখার আগেই বিজেপি কর্মীরা বলতে শুরু করে এই কাজ নিশ্চই তৃণমূল কর্মীদের। কিন্তু না। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যানার ছিঁড়ছে অন্য কেউ?
আরও পড়ুনঃ বাম তৃণমূল হয়ে এবার কী গেরুয়া শিবিরে জ্যোতির্ময়ী! ছবি ঘিরে উঠছে প্রশ্ন
কে ছিঁড়ছে অর্জুন সিং-এর ব্যানার? ভিডিওতে এক সারমেয়কে দেখা যাচ্ছে ব্যানারটি ছিঁড়ে দিতে। সে তো আর জানে না কোনটা শাসক দলের ব্যানার আর কোনটা বিরোধী দলের ব্যানার। তাই সে মনের সুখে ব্যানারটি ছিঁড়ে ফেলেছে। যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার আগে থেকেই ব্যানার ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে চলেছে জোর তরজা। অভিযোগ-পালটা অভিযোগের পালা কম চলেনি। তবে এই কাজের সঙ্গে জড়িত নয় বলে দাবি করে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584