পুজোর শুরুতেই গাড়ির চাকা ফেটে দুর্ঘটনায় অর্জুন সিংয়ের কনভয়

0
82

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পুজোর আগে পুলিশ হেফাজতে মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে হিঙ্গলগঞ্জ যাচ্ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল তার কনভয়। এই দুর্ঘটনায় অর্জুন সিংয়ের কোনও আঘাত না লাগলেও তার সঙ্গে কনভয়ে থাকা তাঁর ৩ নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন।

Arjun Singh | newsfront.co
অর্জুন সিং। ফাইল চিত্র

জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার হিঙলগঞ্জ যাচ্ছিলেন অর্জুন সিং। সঙ্গে অন্যান্য গাড়িতে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা।

পথে মিনাখাঁ থানা এলাকার বালিরহাটে তাঁর কনভয়ের একটি গাড়ির পিছনের চাকা ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের নয়ানজুলিতে গাড়িটি ছিটকে পড়ে।

আরও পড়ুনঃ করোনাজয়ী দিলীপ ঘোষকে খাওয়াদাওয়া করে বাড়িতে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। তারা এবং কনভয়ে থাকা অন্য নিরাপত্তারক্ষীরাও বিপদগ্রস্ত গাড়ি থেকে উদ্ধারকাজে হাত লাগান।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে ৩ নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে ভোজেরহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় মিনাখাঁ থানার পুলিশও। একজন গুরুতর আহত নিরাপত্তাকর্মীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here