অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
পরের সপ্তাহেই আইপিএল নিলাম আর তার জন্য নিজের নাম নথিভুক্ত করলেন ১০৯৭ জন ক্রিকেটার। উল্লেখযোগ্য ভাবে সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকার নিলামে ডাক পাবেন।
সচিন কিছু দিন আগে কৃষক আন্দোলন ইস্যুতে পরোক্ষভাবে মোদী সরকারের পক্ষে সমর্থন করেছেন তার জন্যই কি সচিব জয় শাহ তার ছেলেকে নিলামে নিলেন এই প্রশ্ন সোশ্যাল সাইটে উঠতে শুরু করেছে।
অন্যদিকে নয় বছর আগে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত এস শ্রীসন্থ নির্বাসন ভেঙে নামছেন তিনিও নিলামে ডাক পেলেন।
আরও পড়ুনঃ নবম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি রুটের
আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে আয়োজিত হবে ত্রয়োদশ আইপিএলের নিলাম। শুক্রবার বিসিসিআই জানিয়েছে, নিলামের তালিকায় ৮১৪ জন ভারতীয় ছাড়াও রয়েছেন ২৮৩ জন বিদেশি ক্রিকেটার।
তবে একইসঙ্গে ২১ জন এমন ক্রিকেটার রয়েছেন, যাঁদের এখনও আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা হয়নি। যদিও আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন অজি জোরে বোলার মিচেল স্টার্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584