১২ হাজার ডলার ঘুষের বিনিময়ে টিআরপি বদলানোর অভিযোগ অর্ণবের বিরুদ্ধে

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

টিআরপি বদলানোর জন্য ১২ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। একইভাবে ঘুষ দিয়ে রেটিংও বদলে ছিলেন তিনি।

Arnab Goswami | newsfront.co
অর্ণব গোস্বামী। ফাইল চিত্র

টিআরপি এবং রেটিং বদলানোর জন্য রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর কাছ থেকে তিন বছরে ১২ হাজার মার্কিন ডলার ও মোট ৪০ লাখ টাকা পেয়েছিলেন ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের ভারতের প্রাক্তন ডিরেক্টর পার্থ দাশগুপ্ত। মুম্বই পুলিশকে দেওয়া হাতে লেখা একটি বিবৃতিতে দাবি করেছেন পার্থবাবু।

পার্থ দাশগুপ্ত যে বিবৃতি দিয়েছেন সেখানে লেখা হয়েছে, “আমি ২০০৪ সাল থেকে অর্ণব গোস্বামীকে চিনি। আমরা টাইমস নাও-তে একসঙ্গে কাজ করতাম। আমি ২০১৩ সালে বার্কে-র সিইও হিসাবে যোগ দিয়েছি। অর্ণব গোস্বামী ২০১৩ সালে রিপাবলিক টিভি চালু করেছিলেন।

এই চ্যানেল চালুর আগেও তিনি আমার সঙ্গে চ্যানেল লঞ্চের পরিকল্পনার বিষয়ে কথা বলতেন এবং পরোক্ষভাবে তাকে তার চ্যানেলে ভাল রেটিং পেতে সহায়তা করার ইঙ্গিত দিয়েছিলেন। অর্ণব খুব ভাল করেই জানতেন যে টিআরপি সিস্টেমটি কীভাবে কাজ করে তা আমি জানি। তিনি ভবিষ্যতে আমাকে সাহায্য করারও ইঙ্গিত দিয়েছিলেন। ”

আরও পড়ুনঃ বুক স্পর্শ করলেই যৌন নির্যাতন হিসাবে গণ্য হবে নাঃ বম্বে হাইকোর্ট

১১ জানুয়ারি মুম্বই পুলিশের দায়ের করা ৩৬০০ পৃষ্ঠার অভিযোগপত্রের মধ্যে একটি বার্কের ফরেন্সিক অডিট রিপোর্ট ছিল। পার্থ দাশগুপ্ত ও অর্ণব গোস্বামীর মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট, প্রাক্তন কাউন্সিল কর্মচারী এবং কেবল অপারেটরসহ ৫৯ জনের বক্তব্য অন্তর্ভুক্ত রয়েছে সেখানে। সেই অডিট রিপোর্টে রিপাবলিক, টাইমস নাও এবং আজ তাক সহ বেশ কয়েকটি নিউজ চ্যানেলের নাম দেওয়া হয়েছে এবং বার্ক-র শীর্ষ নির্বাহী কর্তৃক চ্যানেলগুলির জন্য রেটিংগুলির “প্রি-ফিক্সিং” এর অভিযোগ রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here