জাতিসংঘের মহাসচিবের পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অরোরা আকাঙ্ক্ষা

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতীয় বংশোদ্ভূত অরোরা আকাঙ্ক্ষা, বয়স মাত্র ৩৪ প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন জাতিসংঘের মহাসচিব পদে, শনিবার নিজেই জানালেন সেকথা। পেশায় তিনি ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন অডিট কো-অর্ডিনেটার। একই সঙ্গে এদিন লঞ্চ করলেন তাঁর নির্বাচনী ক্যাম্পেন #AroraForSG

Arora Akansha | newsfront.co
অরোরা আকাঙ্ক্ষা। ছবিঃ টুইটার

আড়াই মিনিটের এই ভিডিও ক্যাম্পেনে আকাঙ্ক্ষা বলেন, “আমার পেশাগত অবস্থানের কেউ সচরাচর ভাবেন না এমন একটি সংস্থার দায়িত্ব নেবেন, আমরা মাথা নিচু করে কাজ করে যাবো আর সমাজ ঠিক যতটা আমাকে দেবে ততটা গ্রহণ করবো এতেই আমরা অভ্যস্ত। আমি চাই এই ব্যবস্থার পরিবর্তন হোক।” ওই ভিডিও বার্তায় তিনি আরো বলেন, বিগত ৭৫ বছর ধরে জাতিসংঘ তার বিশ্বের কাছে তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ।

জাতিসংঘ উদ্বাস্তুদের পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, মানবিক সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় নগণ্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত আবিষ্কারের গতি ধীর। আমরা এমন জাতিসংঘ চাই যা আমাদের এগিয়ে নিয়ে যাবে। ভিডিও ক্যাম্পেনে তিনি আরও বলেন, “শুধুমাত্র এই কয়েকটি কারণে আমি জাতিসংঘের মহাসচিবের পদে পৌঁছতে চাই। আমি বিশ্বাস করিনা যে জাতিসংঘ এখন যতটুকু কাজ করছে, ততটাই যথেষ্ট।”

বর্তমান মহাসচিব ৭১ বছর বয়স্ক আন্তোনিও গাটার্স জানান যে তিনি আগামী ৫ বছর তাঁর দ্বিতীয়বারের মেয়াদ সম্পূর্ণ করতে চান মহাসচিবের পদে। তাঁর প্রথম বারের মেয়াদ পূর্ণ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি ২০২২ শুরু হবে দ্বিতীয়বারের মেয়াদ।

আরও পড়ুনঃ ইসরো-র সাথে হাত মিলিয়ে গুগল ম্যাপের বিকল্প ভারতীয় সংস্থার

নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ সভায় জাতিসংঘের মহাসচিব নিযুক্ত করা হয়। এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন জাতিসংঘের যেকোন পাঁচ জন স্থায়ী সদস্য। উল্লেখ্য, জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো মহিলা মহাসচিব পদে নিযুক্ত হননি। এই প্রথমবার কোনো মহিলা ইচ্ছাপ্রকাশ করলেন মহাসচিবের পদে প্রতিদ্বন্দ্বিতা করার।

আরও পড়ুনঃ জাতিসংঘের একটি গাড়িবহরে হামলা, নিহত ৫

ভিডিও ক্যাম্পেনে আকাঙ্ক্ষা বলেছেন, জাতিসংঘের উচিত এবার রাজনীতিবিদদের পরিষেবা দেওয়ার পথ থেকে সরে গিয়ে মানুষের জন্য কাজ করা। এটাই উৎকৃষ্ট সময় নতুনভাবে জাতিসংঘকে গড়ে তোলার। উদ্বাস্তুদের সহায়তা দেওয়া, মানবিক সহায়তা দেওয়া এবং প্রযুক্তি ও শিক্ষা যাতে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছয় সে উদ্যোগ নেওয়া। তিনি এও বলেন এই কাজগুলি কোনো অসম্ভব বিষয় নয় এবং তার জন্য আরো ৭৫ বছর অপেক্ষা করারও প্রয়োজন পড়বে না, শুধু প্রয়োজন সদিচ্ছার।

ভারতীয় বংশোদ্ভূত আকাঙ্ক্ষা অরোরা বিদেশে বসবাসকারী ভারতীয় এবং কানাডার নাগরিক। টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক শিক্ষায় স্নাতক আকাঙ্ক্ষা, সরকারি প্রশাসনিক বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, তারপর অডিট কোঅর্ডিনেটার হিসেবে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here