সিমা পুরকাইত, দক্ষিণ চব্বিশ পরগনাঃ
বাঙালি রাষ্ট্রপতির পর এবার বাঙালি প্রধান মন্ত্রী হওয়ার দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়- এমনটা দাবি অন্তত তৃণমূল কর্মী সমর্থকদের।মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী মসনদ দখলের উদ্দ্যেশকে পাথেয় করে যঞ্জের কর্মসূচি নিল দক্ষিন ২৪ পরগনা জেলা তৃনমূল নেতৃত্ব।দক্ষিন ২৪ পরগনার এসটি এসসি ওবিসি সেলের উদ্দ্যোগে শতাধিক তৃনমূল সর্মথকদের নিয়ে সর্ব ধর্মের সমন্বয়ে যজ্ঞের প্রস্তুতি সভার আয়জন করা হয় ।
জেলার ২৯টি ব্লক থেকে আসা এসটি,এসসি ও ওবিসি সেলের নেতৃবৃন্দের আহব্বানে কর্মি সভার আয়োজন করা হয় নামখানার দলিয় কার্যালয়ে।এসসি-এসটি সেলের জেলা সভাপতি বাপন নস্কর ছিলেন সভারমূল বক্তা । লোকসভা নির্বাচনে ১৪ টি রাজ্যে প্রার্থী দিতে চলেছে তৃণমূল । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধনমন্ত্রী করার লক্ষ্যে মরিয়া কর্মী সমর্থকেরা।বকখালি ,নামখানা,সাগরদ্বীপ হবে এই যজ্ঞ কর্মসুচি। জানা গেছে সকল ধর্ম নিয়ে হবে এই সভা। ৩০০ জন সদস্য নিয়ে হবে একটি কমিটি । হবে হিন্দুদের হরিনাম সংকীর্তন , খোল করতাল থাকবে সঙ্গে। ধর্মগুরুদের নিয়ে হবে যজ্ঞের আহুতি। মুসলিম মৌলবিদের উপস্থিতি থাকবে। থাকবেন ক্রিস্টান ধর্মগুরুরাও। বকখালির বঙ্গোপসাগরের চরে হবে মহাযজ্ঞ ১৫ই মার্চ। ভোর থেকে হবে নামাজ ও যজ্ঞ কর্মসূচি।
আরও পড়ুন: মেদিনীপুরে বিজ্ঞান মঞ্চের মেধা অভীক্ষার পুরস্কার প্রদান
উল্লেখ্য, ২০১৯ সালে লোক সভা নির্বাচনকে সামনে রেখে রথযাত্রার পরিকল্পনা করে বিজেপি। এবার বিজেপির মত ধর্ম রাজনীতির দিকে হাঁটছে তৃনমূল । এদিন উপস্থিত ছিলেন এসসি এসটি ওবিসি সেলের রাজ্য সহসভাপতি অরুময় গায়েন, কার্যকরি সভাপতি খয়রুল হক লস্কর ,জেলা এসসি এসটি ওবিসি সেলের সহসভাপতি সনৎ সরদার, কাকদ্বীপ মহকুমা এলাকার কার্যকরি সভাপতি ধীরেন পাত্র প্রমুখ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584