নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী জলঙ্গী থানার সাদিখাঁরদিয়ার গ্রামীণ হাসপাতালে রোজার উপলক্ষে প্রতিদিন ভোর সেহেরির আয়োজন করে জনা কুড়ি যুবক।
বাইরে থেকে আসা রুগীর আত্মীয় পরিবার রোজার মাসে শুধু জল বা শুকনো খাবার খেয়েই সারাদিন নির্জলা উপবাস করে।তাদের কথা মাথায় রেখে এলাকার এই যুবকরা স্থানীয় ভাবে সাহায্য সংগ্রহ করে প্রতিদিন একশো মানুষের মুখে সেহেরি তুলে দেয়।
রাত পোহালেই ইদ।সারা মাসে সংগৃহীত সাহায্য থেকে যা বাঁচে সেই দিয়েই তার আবার এই বছর থেকে দুঃস্থ মানুষদের নতুন পোষাক উপহার দেওয়ার ব্যবস্থা করেছে।
আরও পড়ুনঃ রাত পোহালেই খুশির ইদ
এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা মনিরুল সেখ,জানায় যে বিগত ছয় বছর ধরে অন্য কোন সাহায্য ছাড়ায় শুধু মানুষের দানকে সম্বল করেই এক মাস ব্যাপী সেহেরির আয়োজন করি।তাদের আয়োজনে খুশি রুগীর আত্মীয়রা।তার শুধু এই মানুষগুলির কাছে চায় দোয়া যাতে আগামী বছর গুলিতেও এই আয়োজন করে যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584