ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
জহরলাল নেহেরু ইউনিভার্সিটির এমফিল ছাত্রী দেবাঙ্গনা কলিতা ১০ দিনেরও কম সময়ে তৃতীয়বারের জন্য দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন। তাকে ৩ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
দেবাঙ্গনাকে প্রথমবারের জন্য দিল্লি পুলিশ জাফরাবাদে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে যুক্ত থাকার জন্য অপর এক ‘পিঞ্জরা তোড়’ কর্মী নাতাশা নারওয়ালের সঙ্গে গ্রেপ্তার করে গত ২৩শে মে। তারপরেই তাঁরা জামিন পেয়ে যান।
তারপর ২৮ শে মে তাদেরকে দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অপরাধে আবার গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ আনা হয় খুন, দাঙ্গা ও ষড়যন্ত্রের। নাতাশার বিরুদ্ধে বিরুদ্ধে দায়ের করা হয় ইউএপিএ ধরায় মামলা।
১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলেও আদালত ২দিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করে। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরেই দিল্লি পুলিশ তৃতীয়বারের জন্য দেবাঙ্গনাকে গ্রেপ্তার করে। এবারের অভিযোগ দিল্লির দরিয়াগঞ্জে বেআইনি জমায়েত করে দাঙ্গা বাধানো।
আরও পড়ুন:জেএনইউ ছাত্রী ও সমাজকর্মী নাতাশা এবার ইউএপিএ ধারায় অভিযুক্ত
প্রথমবারের জন্য যখন তাদের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের জন্য গ্রেপ্তার করা হয়, তখনম্যাজিস্ট্রেট অজিত নারায়ণ মন্তব্য করেন যে তাদের হেফাজতে নেওয়া সম্ভব নয়। তাদের বিরুদ্ধে আইপিসির যে ধারায় মামলা করা হয়েছে তা ধোপে টেকে না কারণ তারা সাধারণ সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত, তাঁরা শিক্ষিত এবং তদন্তে সাহায্য করতেও প্রস্তুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584