প্রাথমিক শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের দিনে ধৃত জাল চক্রের পান্ডা

0
159

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Arrest two in primary teacher verification day
নিজস্ব চিত্র

প্রাথমিক শিক্ষক নিয়োগে জাল চক্রের পান্ডাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।জানা গেছে,বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর দিন।এদিন সকাল থেকেই সংসদের বাইরে জটলা দেখে সন্দেহ হয় প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীদের।ইতিমধ্যেই অভিনন্দন প্রামাণিক নামে এক চাকরিপ্রার্থী অভিযোগ করে তাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছে জয়ন্ত ভট্টাচার্য নামে এক ব্যক্তি।প্রাথমিক সংসদের সভাপতি কাছে লিখিত অভিযোগ দায়ের করে সে।

Arrest two in primary teacher verification day 2
লিখিত অভিযোগ। নিজস্ব চিত্র

এরপর এই সংসদের কর্মীরা তৎপর হয়ে আটক করে জয়ন্ত ভট্টাচার্য ও চিরশ্রী দে নামে এক মহিলাকে।

আরও পড়ুনঃ মাওবাদীদের হাতে খুন ও নিখোঁজদের পরিবারের দাবি নিয়ে যৌথমঞ্চের মিছিল

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহ ঘনীভূত হওয়ায় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নারায়ণ সাঁতরা অভিযুক্তদের তুলে দেন কোতোয়ালি থানার পুলিশের হাতে।যদি অভিযুক্ত ব্যক্তির দাবি তিনি পেশায় আইনজীবী।প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি প্রার্থীদের হয়ে তিনি হাইকোর্ট একটি রিট পিটিশন দাখিল করেন এবং সেই সংক্রান্ত বিষয়ে এদিন কলকাতা থেকে তিনি মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদে আসেন। ইতিমধ্যেই দুজনকে আটক করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here