বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চলায়।এরপর সেখান থেকে বাংলাদেশী এক যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের নাম অবিনাশ চন্দ্র সিংহ(২৫)।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবক জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে যে বেশ কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং কিছুদিন আগে দার্জিলিং ঘুরতেও গিয়েছিল।ধৃতের কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার হয়েছে।
যদিও পুলিশ তদন্ত করে দেখে যে আধার কার্ডটি নকল।তবে কী কারনে ওই যুবক বাংলাদেশ থেকে কীভাবে ভারতে প্রবেশ করল এবং নকল আধার কার্ডটি সে কোথা থেকে তৈরি করল।তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এবং আদালতে পুলিশি হেফাজত নেবার আর্জি জানিয়েছে।তবে প্রশ্ন উঠছে কী কারণে ওই যুবক ভারতে প্রবেশ করল।
আরও পড়ুনঃ শিক্ষকের ভূমিকায় জেলা শাসক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584