শ্যামল রায়,কালনাঃ
মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন মা ও বাবা।যদিও মায়ের ওই প্রেমিক পলাতক। মন্তেশ্বর থানার পুলিশ মামুদপুর গ্রামের বাসিন্দা মা তোহরা বিবি ও বাবা আরমান সেখকে শনিবার রাতে থানায় তুলে নিয়ে আসে পুলিশ।এরপর রবিবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হয়।মন্তেশ্বরের মামুদপুর গ্রামের বাসিন্দা জেসমিনা খাতুন(১৬) নামে ওই ছাত্রীটি কুসুমগ্রাম স্কুলে দশম শ্রেণীর ছাত্রী।
আরও পড়ুনঃ দিদির বাড়িতে অস্বাভাবিক মৃত্যু কলেজ ছাত্রীর
১৩ই জানুয়ারী সকালে মামুদপুরের বাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় জেসমিনার মৃতদেহ উদ্ধার করেন মন্তেশ্বর থানার পুলিশ।যদিও তার পরেই মা তোহরা বিবি, বাবা আরমান সেখ ও অন্য এক ব্যক্তি রফিকুল আলম সেখের বিরুদ্ধে অভিযোগ তোলেন তাদেরই বড়ো মেয়ে জামিনা খাতুন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584