মনিরুল হক, কোচবিহারঃ
মাথাভাঙ্গা মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করল বিএসএফ জওয়ানরা।গতকাল সকাল ৬ টা নাগাদ মাথাভাঙ্গা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রামপঞ্চায়েতের সাতগাছি বালারহাট এলাকা থেকে ওই চার জনকে আটক করা হয়।এরপর বিএসএফের পক্ষ থেকে ধৃত চার বাংলাদেশিকে মাথাভাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অখিল মিঞা,মোসলেম মিঞা, সোহেল খান।আরেক জনের নাম জানা যায় নি।
ধৃতরা বাংলাদেশের লালমনি হাটের বাসিন্দা।গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ। ধৃতদের আজ আদালতে তোলা হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে,গতকাল সকাল ৬টা নাগাদ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সীমান্ত এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ওই চারজন।সেই সময় বিএসএফের ১৪০ ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদের আটক করে।এরপর ধৃতদের মাথাভাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আজ তাদের আদালতে তোলে পুলিশ।এর আগেও কিছু বাংলাদেশী অনুপ্রবেশ কারিকে বিএসএফ জওয়ান ও পুলিশ আটক করেছিল। গতকাল ফের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584