নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্য গোয়েন্দা দপ্তর এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে ইদানিং কালে বারবার দাবি উঠে আসছিল , জঙ্গলে আবারও সক্রিয় হচ্ছে মাওবাদীরা । আর তাই দিবারাত্র ওত পেতে প্রস্তুত ছিলেন পুলিশ কর্তারা । চলছিল জোর নজরদারি। মঙ্গলবার গভীর রাতে তারই ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ।ঐদিন রাত্রে জঙ্গলে ঘেরা একটি মাঠ থেকে গ্রেপ্তার হওয়া এই চারজন কলকাতা , উত্তর ২৪ পরগনা ও বীরভূমের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মাওবাদী সম্বন্ধীয় পত্র পত্রিকা ।
জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন , ধৃতরা উক্ত থানার মাকলি গ্রামপঞ্চায়েত এলাকার কানজি মাকলি ফুটবল মাঠে অবস্থান করছিল।
এত রাতে ঠিক কী উদ্যেশে তারা ওই জায়গায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি এও দেখা হচ্ছে যে এদের সঙ্গে সরাসরি মাওবাদী যোগসূত্র রয়েছে কিনা । ধৃতদের মধ্যে সব্যসাচী গোস্বামী ও সঞ্জীব মজুমদার ব্যারাকপুর এলাকার বাসিন্দা , অর্কদ্বীপ গোস্বামী কলকাতার পর্ণশ্রী এবং টিপু সুলতান বীরভূমের শান্তিনিকেতনের বাসিন্দা ।
উল্লেখ্য রাজ্য গোয়েন্দা ও কেন্দ্রীয় বাহিনীর যে দাবি ছিল এই গ্রেপ্তার সেই দাবিকে স্পষ্ট করছে কিনা সেটাই এখন দেখার ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584