শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দিনে দুপুরে জনবহুল এলাকায় মধুচক্র চালানোর অভিযোগ এক গৃহবধুর বিরুদ্ধে। প্রতিবেশীরা হাতে নাতে ধরে অভিযুক্তকে তুলে দিল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাহেব কাছারী এলাকায়।
জানা গেছে, সাহেব কাছারী এলাকার বাসিন্দা পূরবী সরকারের স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তিনি দ্বিতীয় স্বামীর সাথে মিলে বাড়িতে মধুচক্রের আসর বসাতেন। এর আগেও একই অভিযোগে তাদের জেলও হয় বলে জানা গেছে। জেল থেকে ছাড়া পেয়েই তারা আবার বালুরঘাট সংলগ্ন বিভিন্ন এলাকার মহিলাদের নিয়ে মধুচক্রের আসর শুরু করেন।
আরও পড়ুনঃ খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ- জনতা খন্ডযুদ্ধ ময়নায়
জানা গেছে প্রতিবেশীরা বেশ কিছু দিন ওই বাড়িতে ধরে অপরিচিত নারী পুরুষের আনাগোনা লক্ষ্য করছিলেন। ও এই মধুচক্রের আসর হাতে নাতে ধরার লক্ষ্যে ছিলেন। আজ আবার কিছু অপরিচিত নারী পুরুষকে ওই বাড়িতে যেতে দেখলে তারা হাতে নাতে তিনজন মহিলা ও দুই পুরুষকে ধরে ফেলে। এছাড়াও একজন পুরুষ পালিয়ে গেছে বলেও জানা গেছে। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত দের গ্রেফতার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584