পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

বিদ্যালয়ের সামনে স্কুলেরই এক সহকর্মী
শিক্ষিকাকে প্রকাশ্যে মারধোর করে গ্রেপ্তার আরেক শিক্ষিকার শিক্ষক স্বামী।

অভিযুক্ত শিক্ষকের নাম সুজয় ভদ্র।একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ থানার পুলিশ এদিন সুজয় ভদ্রকে আদালতে পাঠিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিক্ষক মহলে।

জানা যায়,বুধবার রায়গঞ্জের সিজগ্রাম নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই স্কুলেরই এক শিক্ষিকা রেখা রায় অধিকারীকে প্রকাশ্যে মারধর করতে দেখা যায় প্রাথমিক শিক্ষক সুজয় ভদ্রকে।সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে।পড়ুয়া ও গ্রামবাসীদের সামনেই শিক্ষক সুজয় ভদ্রকে দেখা যায় শিক্ষিকা রেখা রায় অধিকারীর উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করতে।

এরপরেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ।
অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ কর্মীরা।এরপর বৃহস্পতিবার ওই শিক্ষককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে তোলা হয়।
রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ৩৪১,৩২৩,৫০৬ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের শীষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মালা রবি দাসের সাথে সহকর্মীদের দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল।

অভিযোগ,শিক্ষিকা মালা রবি দাসকে মারধোর করে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।তিনি অসুস্থ হয়ে পড়লেও কেউ তাকে সাহায্য করতে আসেননি।বাড়িতে যাওয়ার পর মালাদেবীকে হাসপাতালে ভর্ত্তি করতে হয়েছিল। বিষয়টি নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শককের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।অবর বিদ্যালয় পরিদর্শকের পরামর্শে বুধবার শিক্ষিকা মালাবেদীকে স্কুলে পৌঁছতে যান তার স্বামী সুজয় ভদ্র। সুজয়বাবু স্থানীয় রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক। তিনি স্কুলে পৌঁছে অবিভাবক এবং শিক্ষিকা রেখা রায়ের সংগে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ এরপরই সুজয় ভদ্র ওই স্কুলের শিক্ষিকা রেখাদেবীকে বেধড়ক মারধোর করে।

ঘটনাস্থলে উপস্থিত অবিভাবকরা সুজয় ভদ্রকে পাল্টা মারধোর করে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ প্রতিবন্ধী স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
শিক্ষিকাকে মারধোরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক।ঘটনার তীব্র নিন্দা করেছেন অবর বিদ্যালয় পরিদর্শক।তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584