মাজিদ আনসারি খুনের মূল অভিযুক্ত গ্রেফতার

0
66

মনিরুল হক,কোচবিহারঃ
চার মাস ধরে হন্যে হয়ে খুঁজে শেষ পর্যন্ত কোচবিহার কলেজের ছাত্র মাজিদ আনসারি খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের পাকড়িগুড়ি বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার কোচবিহার আদালতে তোলার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে।পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ওই মূল অভিযুক্তের নাম অভিজিৎ সরকার।

মূল অভিযুক্ত অভিজিৎ সরকার। নিজস্ব চিত্র

তার বাড়ি কোচবিহার কোতোয়ালি থানার কালীরঘাট রোডের দেবেন্দ্র নগর এলাকায়। মাজিদ খুনের পর থেকে অভিজিৎ বর্মণ গা ঢাকা দিয়ে ছিল।অবশেষে কুমার গ্রাম ব্লকের পাকড়িগুড়ি বস্তি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাজিদ খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ কলিম মিয়াঁ (মুন্না খান),জামিরুল হক,সুরজ হোসেন(স্পীড বয়), সহন হক(লোটাস), নবাব হেদায়াতুল্লা, সঞ্জিত সাহানি আগেই গ্রেপ্তার হয়েছে।ওই মামলার মূল অভিযুক্তকে কিছুতেই ধরতে পারছিল না পুলিশ।তাকে ধরার জন্য আদালত থেকে হুলিয়া জারি পর্যন্ত করা হয়। শেষ পর্যন্ত ওই মামলার একমাত্র গ্রেপ্তার না হওয়া অভিযুক্তকে ধরতে সক্ষম হওয়ায় পুলিশ অনেকটাই স্বস্তিতে বলে বলে করা হচ্ছে।
কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের আহ্বায়ক মাজিদ আনসারি তোলা আদায়ে বাধা দিলে তাঁকে বহিরাগত কিছু ছাত্র গুলি করে বলে অভিযোগ।এবছর ১৩ জুলাই স্টেশন মোড় লাগোয়া এলাকায় তাঁকে গুলি করা হয়।এরপর টানা ১২ দিন শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।তাঁর মৃতদেহ নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতের সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।পালন করা হয় বনধও।ওই ঘটনায় প্রথম গ্রেপ্তার হয় তৃণমূল কংগ্রেস নেতা মুন্না খান৷এরপর একে একে সমস্ত অভিযুক্তকেই গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ কোচবিহারে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ২০

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here