বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ফের শিলিগুড়িতে উদ্ধার সোনার বিস্কুট।সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা শিলিগুড়ির একটি লজে অভিযান চালায়। এরপর সেখান ছয়জনকে আটক করে।তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চব্বিশ কেজি সোনা।
ধৃতদর গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মহম্মদ নুমান,লুকুমান,হাফিজ মিসবাউদ্দিন,ডাউদ আখতার,জামিল আহমেদ ও ওয়াসিম খান।ধৃতরা প্রত্যেকেই মনিপুরের বাসিন্দা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনা মায়ানমার থেকে মনিপুর হয়ে কোচবিহার।এরপর এসে পৌঁছায় শিলিগুড়িতে।মোট চব্বিশটি সোনার বিস্কুট। প্রত্যেকটি বিস্কুট এক কিলোগ্রাম করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট কোটি টাকা।
আরও পড়ুনঃ জাল নোট সহ ধৃত ১
এর পাশাপাশি আরও জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনা শিলিগুড়ি ও কলকাতাতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584