সুদীপ পাল,বর্ধমানঃ
কাঁকসায় অজয় নদীর কোটা বালিঘাটে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। গত ১৪ জুন লাউদোহা থানার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা শেখ হামিদুল ও শেখ নজরুল ঈদের বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুজির পর বেলার দিকে কোটা বালি ঘাটে দুজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। ময়নাতদন্তের পর জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয় হামিদুল এবং নজরুলকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ব্যবসা নাকি পারিবারিক বিরোধ কি কারনের জন্য খুন হতে হল তা তদন্ত করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
খুনের কয়েকদিন আগেই সূত্রে জানা গেছে ইসিএলের লোহার স্ক্র্যাপের বখরা নিয়ে বাদানুবাদ হয় হামিদুল ও নজরুলের সাথে অন্য দুই ব্যক্তির।অবশেষে এক সপ্তাহ পর শেখ আবুল কালাম ও শেখ জিয়ারুল মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করল। কালাম লাউদোহার রাঙ্গামাটি এলাকার ও জিয়ারুল বীরভূমের ইলামবাজার থানার ভবানীপুরের বাসিন্দা। আজ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584