প্রয়াত শিক্ষকের স্মৃতিতে বিনামূল্যে রোগ প্রতিরোধক ওষুধ বিতরণ সিদাডিহি গ্রামে

0
35

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

“আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।”- কামিনী রায়

কবির কথাকে চলার পথে আদর্শ করে সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আজ শালবনীর সিদাডিহি গ্রামে প্রায় ২০০০ জন মানুষের হাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিনামূল্য তুলে দিল।

arsenic album distribution | newsfront.co
নিজস্ব চিত্র

শালবনী ব্লকের মহাশোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার ঘোষ (৪৫), গত ৮ জুন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তার স্মৃতিতে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর উত্তর চক্র শাখার পক্ষ থেকে, দারিদ্র্যপীড়িত সিদাডিহি গ্রামের ২০০০ মানুষের হাতে তুলে দেওয়া হল, রোগ প্রতিরোধক হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০।

arsenic album distribution | newsfront.co
নিজস্ব চিত্র

সদর উত্তর চক্রের শিক্ষক সমিতির সভাপতি তন্ময় সিংহ জানান, “আমরা শোকাহত কারণ গত ৮ই জুন কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছেন মহাশোল প্রাথমিকের ভারপ্রাপ্ত শিক্ষক অনুপ কুমার ঘোষ। তাই উনার স্মৃতির উদ্দেশ্যে আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করলাম।”

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন

তিনি আরও বলেন, পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মার্চ মাস থেকে রাজ্য সভাপতি অশোক রুদ্রের আহ্বানে মানুষের সাথে মানুষের পাশে আছে সীমিত সামর্থ্যের মধ্যেও। লকডাউনের চতুর্থ মাসে জুনেও সিদাডিহি এমএসকে তে গ্রামের প্রায় ২০০০ জন মানুষের হাতে পরীক্ষিৎ হোমিওপ্যাথিক ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিনামূল্যে তুলে দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

তিনি কৃতজ্ঞতা জানান আজকের শিবিরে উপস্থিত হওয়ার জন্য সন্দীপ সিংহ, সাধারণ সম্পাদক পশ্চিম মেদিনীপুর তৃণমূল যুব কংগ্রেস নেতা অসিত ঘোষ, প্রমুখদের। আজকের শিবিরের জন্য সন্দীপ সিংহ ও শিক্ষক সংগঠনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অসিতবাবু সিদাডিহি তৃণমূল কংগ্রেসের বুথ কমিটি সহ সিদাডিহি গ্রামের আপামর গ্রামবাসীকে ধন্যবাদ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here