নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এবার মহামারী নোভেল করোনা ভাইরাসের সচেতনতায় এগিয়ে এলো অঙ্কন শিল্পীরা। যেভাবে রাজ্যে করোনা থাবা বসিয়েছে, আর এই থাবার হাত থেকে এলাকার মানুষকে সচেতন করার লক্ষ্যে নয়া উদ্যোগ গ্রহণ করেছে অঙ্কন শিল্পীরা। স্ট্রীট আর্টের মধ্য দিয়ে এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করছে শিল্পীরা।

আরও পড়ুনঃ প্রতিবন্ধীদের খাদ্য সামগ্ৰী প্রদান
চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে মহামারী ভাইরাসের সচেতন ও তার চিত্র, এবং বার্তা দেয়া হচ্ছে সাধারণ মানুষকে বাড়িতে থাকার, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন না বেরোয় সাধারণ মানুষ, স্থানীয় এক শিল্পী রবিশঙ্কর নন্দী জানান বর্তমান লকডাউনের পরিস্থিতিতে বাড়িতে থাকা এলাকার বিভিন্ন শিল্পীরা একত্রিত হয়ে ঠিক করি সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতনতা দেওয়ার, এতে একদিকে যেমন উপকৃত হবে এলাকার মানুষ অপরদিকে সুরক্ষিত থাকবে তারা,সাথে সাথে স্থানীয় পুরসভার আধিকারিকদের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের নির্দেশেই চিত্রের মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584