সৌরভদের নির্দেশিকাতে সংশয় অরুণ লালের কোচ থাকা নিয়ে

0
45

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

করোনাতে সমস্যায় বাংলা ক্রিকেট। অরুণ লালের আগামী মরসুমে দলের কোচ থাকা নিয়ে সংশয়। বিসিসিআই থেকে চিঠি গেলো ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলির কাছে অনুশীলন ও অন্যান্য ক্রিকেটীয় কাজ শুরু করতে পারবে তারা। তবে মানতে হবে বেশকিছু বিধিনিষেধ। সব অ্যাসোসিয়েশনগুলিকে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে করতে হবে।

Arun Lal | newsfront.co
অরুণ লাল। ফাইল চিত্র

তবে এই নির্দেশে একটা জায়গায় বলা হয়েছে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা কোনও স্টাফ, আম্পায়ার, গ্রাউন্ড স্টাফকে অনুশীলন ক্যাম্পে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না৷ এছাড়া ইমিউনিটি কম, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা যাঁদের রয়েছে তাদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। প্রসঙ্গত বাংলার কোচ অরুন লালের বয়স ৬৫। গত শনিবার তার জন্মদিন ছিল। এর ফলে বাংলার কোচের পদে তাঁর থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Arun Lal | newsfront.co
ফাইল চিত্র

অরুণলাল এই বিষয় শুনে খুব হতাশ। তিনি নিউজফ্রন্টকে জানান, ‘এর কম বয়সের লোকদের কোনো ক্ষতি হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে! আমি ফিট আছি শারীরিক দিক দিয়ে তাহলে অসুবিধা কোথায়!’ বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন জানালেন অরুণলালকে তিনি চান ক্যাম্পে, সিএবি নিশ্চই কোনো ব্যবস্থা করবে।

আরও পড়ুনঃ কার্গিল যুদ্ধের অংশ ছিলেনঃ আখতার

সিএবি সভাপতি জানান, তিনি এখনও এই বিষয়ে ভালোভাবে অবগত নন, পরে আলোচনাতে বসবেন। বাংলার কোচ অরুণলাল দুরারোগ্য ক্যানসারকে হার মানিয়ে মাঠে ফিরেছেন। শেষবার তাঁর প্রশিক্ষণেই রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে বাংলা দীর্ঘ তেরো বছর পর।

এবার অরুণ বাংলাকে চ্যাম্পিয়ন করার জন্য নামাবেন সেটা জানিয়ে দিয়েছিলেন। তবে তাঁর সেই আশাতে সংশয়। অরুণলালের মতোই সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও ৬০ বছরের উর্দ্ধে তিনি আবার হৃদরোগের সমস্যাতে ভুগছেন ফলে সুজনকেও পিচ তৈরীর কাজে পাওয়া যাবে কি না সেটা নিয়েও সংশয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here