দেশের মধ্যে প্রথম করোনামুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ

0
166

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় রয়েছে দেশ, তার মধ্যেই আশার আলো দেখাল অরুণাচল প্রদেশে। তিন জন করোনা অ্যাকটিভ রোগীর পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় দেশের মধ্যে প্রথম করোনামুক্ত হলো উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্য।

Corona Cases | newsfront.co
প্রতীকী চিত্র

রবিবার অরুনাচলের স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, আর কোনও সক্রিয় করোনা রোগী নেই রাজ্যে। সুস্থতার হার ৯৯.৬৬ শতাংশ। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার শূন্য। রাজ্যের পর্যবেক্ষক আধিকারিক লোবসাং জাম্পা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও সংক্রমণও ধরা পড়েনি।

অরুণাচল প্রদেশে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ১৬ হাজার ৮৩৬ জন। তাঁদের মধ্যে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে গিয়েছেন। বাকি তিন জন সক্রিয় করোনা রোগী ছিলেন, রবিবার তাঁরা সুস্থ হয়ে ওঠার পরএই রাজ্য করোনা মুক্ত হল বলেই দাবি করেছন ওই আধিকারিক।

জাম্পা আরও জানিয়েছেন, মোট ৪ লক্ষ ৫ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। কারও রিপোর্ট পজিটিভ আসেনি।

তিনি বলেন, ‘রাজ্যে দ্রুত হারে টিকাকরণের কাজও চলছে। এখনও পর্যন্ত ৩২ হাজার ৩২৫ জন স্বাস্থ্যকর্মী এবং সামনের সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে। সোম, বৃহস্পতি, শুক্র এবং শনিবার— সপ্তাহে এই চার দিন টিকাকরণ কর্মসূচি চালানো হচ্ছে।’

আরও পড়ুনঃ রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত ১৯২, মৃত ২, সুস্থ ২১৬

অরুণাচল প্রদেশ করোনামুক্ত হলেও দেশের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। আংশিক লকডাউনে ফিরেছে মহারাষ্ট্র-পঞ্জাবে। দেশে দৈনিক সংক্রমণ পর পর চার দিন ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট দৈনিক সংক্রমণের মধ্যে ৮৬ শতাংশই মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, কর্নাটক, তামিলনাড়ু এব‌ং গুজরাতের।

আরও পড়ুনঃ ইসরোর মহাকাশ যানে মোদীর ছবি সাথে গীতা

এই রাজ্যগুলোর মধ্যে আবার দৈনিক সংক্রমণের বিষয়ে মহারাষ্ট্র এবং কেরল চিন্তা বাড়াচ্ছে। সংক্রমণ ঠেকাতে অমরাবতী, নাগপুর-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই আংশিক লকডাউন জারি করেছে প্রশাসন। ৮ মার্চ পর্যন্ত এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

অন্যদিকে কেরলে ভোট ঘোষণা হয়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধ করে ভোট পরিচালনা করা নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ এখন। তবে বেশ কয়েকটি জেলায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here