নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি ভিডিও টুইটের পরিপ্রেক্ষিতে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। ৩ ফেব্রুয়ারি কেজরিওয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন। বিজেপি কেজরিওয়ালের ওই টুইটের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছে। এর ভিত্তিতে নির্বাচন কমিশন শনিবার বিকেল ৫ টার মধ্যে ওই পোস্টটি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, শনিবার দিল্লিতে নির্বাচন এবং সেই দিনই বিকেল ৫ টার মধ্যে কেজরিওয়ালকে ওই পোস্ট তোলার নির্দেশ দিল নির্বাচন কমিশন৷
নির্বাচন কমিশনের নোটিশের উত্তরে কেজরিওয়াল বলেছেন, আমাকে যদি অফিস-আদালতে জায়গা দেওয়া হয়, তাহলে অফিস-আদালত পিছু আমরা দু-তিনটে করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দেব।
নির্বাচন কমিশন দিল্লি সাংসদ প্রবেশ ভার্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে বিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য নোটিশ পাঠিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584