মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছ এই মারণ ভাইরাস। কোভিড-১৯ সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। আর তার জেরেই প্রায় স্তব্ধ জনজীবন। তবে এভাবে আর সম্ভব নয়, ‘লকডাউনকে সঙ্গে নিয়েই এগোতে হবে’। এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার এক ভিডিও কনফারেন্সে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে জানাচ্ছি যে দিল্লি সরকার করোনা ভাইরাসকে পিছনে ফেলে চার ধাপ এগিয়ে গেছে”। কেজরিওয়ালের এই মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। কারণ, দেশের রাজধানীতে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তা কারোর অজানা নয়।
আরও পড়ুনঃ বছরপূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে মোদীর চিঠি
তাহলে এইরকম একটা পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন? উঠছে প্রশ্ন। “ভাইরাস রুখতে লাগাতার লকডাউন চালিয়ে যাওয়া সম্ভব নয়”, এদিন একথাও বলেন কেজরিওয়াল। করোনা মোকাবিলায় দেশ জুড়ে ২৫ মার্চ থেকে টানা লকডাউন চলছে। এর ফলে থমকে গেছে সারা দেশের অর্থনীতি।
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, “আমরা একমত যে শহরগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ সত্যিই অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে এনিয়ে আমাদের আতঙ্কিত হলে চলবে না। এই কঠিন পরিস্থিতিতে আমি তখনই উদ্বিগ্ন হবো যদি দেখতে পাই যে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং যদি দেখি যে রাজ্যের হাসপাতালগুলোতে বেডের ঘাটতি আছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584