নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আইবিএম-এর নতুন চিফ একজিকিউটিভ অফিসার (সিইও) পদে নির্বাচিত হলেন ভারতের অরবিন্দ কৃষ্ণ। তিনি সংস্থার দীর্ঘমেয়াদী সিইও ভার্জিনিয়া রমেট্টির পদে অভিষিক্ত হলেন।

৫৭ বছর বয়সে আইবিএম-এর ক্লাউড অ্যান্ড কগনিটিভ সফ্টওয়্যার ইউনিটের প্রধান পদে বসলেন অরবিন্দ কৃষ্ণ।২০১৯ সালে রেড হ্যাট সংস্থা কেনার বিষয়ে আইবিএম-এর তরফে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে, ৪০ বছর এই সংস্থায় কর্মরত পূর্বসূরি রমেট্টি(৬২) চলতি বছরের শেষ পর্যন্ত এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ সিএএ-র মাধ্যমে গান্ধিজির স্বপ্নপূরণ হয়েছে বলেই মনে করেন রাষ্ট্রপতি
মোশে কাটরি যিনি ওয়েডবুশ সিকিউরিটিস ইনকর্পোরেটিভ সংস্থার বিশেষজ্ঞ, তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার আইবিএম-এর নয়া ঘোষণার জেরে সংস্থার শেয়ারের দাম একলাফে প্রায় ৫% বেড়ে গিয়েছে।
২০০৫ সালে নিজস্ব কম্পিউটার ব্যবসা ছেড়ে সে সময়ে ডেটা অ্যানালেটিক্স ও ক্লাউড কম্পিউটিং-এর মতো উচ্চস্তরের পরিষেবা বিপণনকারী সংস্থা হিসেবে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় আইবিএম।
রমেট্টি সংস্থায় যোগ দেওয়ার আগে টানা ৬ বছর সংস্থার ব্যবসা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি। মূলত শেয়ার কেনাবেচার উপরেই নিজের বৃদ্ধির হার বাড়ানোয় মনোযোগী ছিল সংস্থা।
আরও পড়ুনঃ সিএএ-এনআরসি নয়, আসন্ন বাজেট নিয়ে চিন্তিত গেরুয়াবাহিনী
কিন্তু রমেট্টি দায়িত্ব গ্রহণের পরে বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষামূলক পদক্ষেপ নেন। এর মধ্যে প্রধান হয়ে ওঠে তাঁর ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা।
সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, ২০১৮ সালে তাঁর উদ্যোগেই ৩৪ কোটি ডলার মূল্যে ওপেন সোর্স সফ্টওয়্যার প্রোভাইডার রেড হ্যাট সংস্থা কেনে আইবিএম। যদিও সেই পরিকল্পনা ঘোষণার পরে পর পর পাঁচটি ত্রৈমাসিকে আইবিএম-এর বৃদ্ধির হার নিম্নগামী হয়। তবে ২০১৯ সালের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার ঘুরে দাঁড়ানোর আভাস মেলে।
বৃহস্পতিবার একই সঙ্গে আইবিএম-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হয়েছে জিম হোয়াইটহার্স্টের নাম। তিনি বর্তমানে রেড হ্যাট সংস্থার সিইও পদে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584