বিরাট জনসভার এক সপ্তাহের মধ্যে আক্রান্ত বিজেপির মন্ত্রী

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব। দ্রুত হারে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ রুখতে কোথাও করা যাবে না জমায়েত। কিন্তু সে কথা আর শুনছে কে? এই পরিস্থিতিতেও জনসভা যোগ দিয়ে চলেছেন বিভিন্ন দলের নেতা-মন্ত্রীরা। তাতে যে করোনা সংক্রমণের আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়, তা নেতাদের কে বোঝাবে? এবার যেমন মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে ঘটল এমনই ঘটনা।

Arvind Singh Bhadoria | newsfront.co
অরবিন্দ সিং ভাদোরিয়া। সংবাদ চিত্র

গত সপ্তাহে নিজের বিধানসভা ক্ষেত্রে এক বিরাট জনসভার আয়োজন করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী অরবিন্দ সিং ভাদোরিয়া। আর ঠিক এক সপ্তাহ পরেই তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। এখানেই শেষ নয়। বুধবার অর্থাৎ গতকালই মধ্যপ্রদেশের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ভাদোরিয়া। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ আরও অনেক মন্ত্রী। তাঁদের সকলের সঙ্গেই বসেছিলেন ভাদোরিয়া। সেই বৈঠকের পরই মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফলে স্বাভাবিকভাবেই আশঙ্কার প্রহর গুনছেন খোদ শিবরাজ সিং চৌহানও।

আরও পড়ুনঃ শচীন শিবিরে স্বস্তি,রাজস্থান হাইকোর্টের শুনানি স্থগিতের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

জানা গিয়েছে, গত সপ্তাহেই নিজের বিধানসভা এলাকায় এক বিরাট জনসভার আয়োজন করেছিলেন ভাদোরিয়া। সেখানে বহু মানুষের জমায়েত হয়েছিল। এই জনসভায় মানা হয়নি সামান্য সোশ্যাল ডিস্ট্যান্সিংও। এরপরই মন্ত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। সেই অবস্থাতেই তিনি যোগ দেন মন্ত্রিসভার বৈঠকে। এরপরই মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে।

করোনা সংক্রমিত হওয়ার পর মন্ত্রীর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে নিতে বলেছেন মন্ত্রী অরবিন্দ সিং ভাদোরিয়া। ভাদোরিয়াকে নিয়ে মধ্যপ্রদেশে বিজেপির চার বিধায়ক করোনা পজিটিভ হলেন। এদিকে, মন্ত্রীর এহেন দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। লকডাউনেও একাধিক বার বিজেপি নেতাদের বিরুদ্ধে এহেন অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ এনসিইআরটি পাঠক্রমের অন্তর্ভুক্ত কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ

কর্নাটকের বিজেপি বিধায়ক নিরঞ্জন কুমারের ছেলে নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও দিয়েছিলেন, যেখানে তিনি নিজেই একটি ঘোড়ায় চড়ে হাইওয়ে ধরে চলেছেন। ভিডিয়োটি তোলা হয়েছে মাইসোর-উটি ন্যাশনাল হাইওয়েতে। মাস্ক ছাড়াই ঘোড়ায় চড়ছিলেন তিনি। তাও আবার হাইওয়েতে। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করেছিলেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম জয়রাম। কর্নাটকে তুরুভেকেরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এম জয়রাম। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও কয়েকশো মানুষ নিয়ে জন্মদিন সেলিব্রেট করেছিলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here