ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
সিস্টেমের প্রতি তিতিবিরক্ত হয়ে গুজরাটের আমেদাবাদে চাকরি ছাড়লেন এক মহিলা পুলিশ কনস্টেবল। আসলে তিনি তার দায়িত্ব প্রাপ্ত চেকপোস্টে রাজ্যের এক মন্ত্রীর ছেলে ও তার বন্ধুদের মাস্ক না পরা অবস্থায় রাত্রিকালীন কারফিউ না মানার জন্য আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাকে হুমকি দেয়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যাতে ওই মহিলা কনস্টেবল ও গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী কুমার কান্নানির ছেলে প্রকাশের উত্তপ্ত বাক্য বিনিময় শোনা যাচ্ছে। সেই ভিডিও ক্লিপে প্রকাশ নিজের ক্ষমতা জাহির করে সুনিতা যাদব নামক ওই মহিলা পুলিশ কনস্টেবলকে হুমকি দিচ্ছে। তারপরেই সেই ভিডিও ক্লিপে শোনা যাচ্ছে সুনিতা তার এক সিনিয়র অফিসারকে ডেকে ব্যাপারটি জানাতে সিনিয়র অফিসার তাকে উল্টে ধমক দিয়ে অন্যত্র চলে যেতে বলেন। তারপরেই কোন সুরাহা না পেয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন ওই মহিলা পুলিশ কনস্টেবল।
#SunitaYadav is not a pushover.
i am amazed to see her confidence in dealing with BJP minister's son who was clearly at fault by driving a car with MLA signboard in curfew. She is much better than many IPS officers.
Sad part, she will pay a heavy price👇pic.twitter.com/Qw5DAoSScF— Kumar Manish #StayAtHome 🏡 (@kumarmanish9) July 12, 2020
সেই ভিডিও ক্লিপে পুরুষ কণ্ঠস্বরে বলতে শোনা যায়,” তোমাকে এই একই জায়গায় ৩৬৫ দিন দাঁড় করিয়ে রাখতে পারি।”অন্যদিকে ওই মহিলা কনস্টেবলকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায় যে সে তার বাবার চাকর নয় যে সে তাকে ৩৬৫ দিন দাঁড় করিয়ে রাখবে। তারপরে ওই মহিলা কনস্টেবল তার সিনিয়র অফিসারকে ফোনে জানান যে করোনা কারফিউয়ে রাত ১০টার সময় সে পাঁচ যুবককে আটকালে ঘটনাস্থলে প্রকাশ এসে হুমকি দেয় ও গালিগালাজ করে। কিন্তু সেই সিনিয়র অফিসার তাকে ঐ চেকপোস্ট থেকে সরে যেতে বলেন।
আরও পড়ুন:ফের সংক্রমণের নতুন রেকর্ড! ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ১,৫৬০ , মৃত ২৬, সুস্থ ৬২২
ইতিমধ্যে ঘটনা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই নড়ে চড়ে বসে পুলিশ। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584