নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বাংলার মসনদ থাকবে কার হাতে!! এখনও নির্বাচন ঘোষণা না হলেও বঙ্গ রাজনীতিতে ভোটের উত্তাপ ক্রমশ ঊর্ধমুখী। হাড্ডাহাড্ডি লড়াই। শুরু হয়ে গিয়েছে ভোটের জনমত সমীক্ষা।
পশ্চিমবঙ্গে জনমত সমীক্ষা চালিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবিপি নেটওয়ার্ক ও সি-ভোটার সার্ভে। আর এই সমীক্ষার ফলাফল অনুযায়ী তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা ধরে রাখতে চলেছে তৃণমূল। আসন বাড়লেও ১৯-এর লোকসভার তুলনায় ভোট কমতে পারে বিজেপির।
শতাংশের বিচারে ফলাফল:
এবিপি নেটওয়ার্ক ও সি-ভোটার সার্ভের জনমত সমীক্ষা অনুযায়ী, ২০২১ -এর ভোটে ৪৩ শতাংশ আসন নিয়ে ফের পশ্চিমবঙ্গে জয়লাভ করতে পারে তৃণমূল। অন্যদিকে ৩৭.৫ শতাংশ ভোট পেয়ে প্রধান বিরোধী দলের জায়গায় থাকবে বিজেপি। ২০১৬ সালের নিরিখে শতাংশের বিচারে তৃণমূলের ভোট কমতে পারে প্রায় ১.৯ শতাংশ। অন্যদিকে পাঁচ বছর আগে বাংলায় বিজেপি পেয়েছিল ১০.২ শতাংশ ভোট। এবার তা বৃদ্ধি পেতে পারে প্রায় ২৭.৩ শতাংশ।
২০১৬ সালের মত বাম-কংগ্রেস এবারও আসন রফা করেই বঙ্গের ভোট লড়াই করবে। কিন্তু, তাদের ফলাফল আরও শোচনীয় হতে পারে বলেই জনমত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে। গতবারে বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৩২ শতাংশ ভোট। এবার তা প্রায় ২০.২ শতাংশ কমে ১১.৮ শতাংশে মেনে আসতে পারে। অন্যান্যদেরও ভোট কমবে বলেই জনমত সমীক্ষায় উঠে এসেছে। গতবারে তুলনায় প্রায় ৫.২ শতাংশ কমে অন্যান্যদের ভোট শতাংশের বিচারে দাঁড়াতে পারে ৭.৭ শতাংশে। গতবার অন্যান্যরা বাংলায় পেয়েছিল ১২.৯ শতাংশ ভোট।
আসন সংখ্যার নিরিখে ফলাফল:
২০১৬ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১১ টি আসন। এবিপি নেটওয়ার্ক ও সি-ভোটার সার্ভের জনমত সমীক্ষা অনুসারে এবার শাসক দলের আসন সংখ্যা বেশ অনেকটাই কমতে পারে। ২০২১ সালে তৃণমূল পেতে পারে ১৫৪ থেকে ১৬২টি আসন। ম্যাজিক ফিগার ১৪৮। একক সংখ্যা গরিষ্ঠ হয়েই ফের বাংলার মসনদে বসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তা জনমত সমীক্ষার নিরিখে ধরে নেওয়া যায়।
বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখলেও, বিজেপি কিন্তু ম্যাজিক ফিগারের থেকে বেশ অনেকটাই দূরে দৌড় শেষ করবে বলেই জনমত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে। এবার ভোটে বিজেপি পেতে পারে ৯৮-১০৬ আসন। গতবার তাদের আসন ছিল ৩টি। বাম কংগ্রেস জোট পেতে পারে ২৬-৩৪ আসন। পাঁচ বছর আগে তাদের আসন সংখ্যা ছিল ৭৮টি। অন্যান্যরা ২০১৬ সালের ভোটে পেয়েছিল ৪টি আসন। সমীক্ষা ফলাফল অনুযায়ী,এবার নির্দল ও অন্যান্যরা মিলিয়ে পেতে পারেন ২-৬ আসন।
দল – সম্ভাব্য আসন
তৃণমূল ১৫৪-১৬২
বিজেপি ৯৮-১০৬
বাম+কং ২৬-৩৪
অন্যান্য ০২-০৬
এবিপি নেটওয়ার্ক ও সি-ভোটার সার্ভের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের ৬-১১ জানুয়ারি পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ১৮ হাজারের বেশি মানুষের উপর সমীক্ষা করে এই ফলাফল উঠে এসেছে।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের পর আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভা
বাংলা ছাড়াও চলতি বছরে বিধানসভা ভোট রয়েছে তামিলনাড়ু, আসাম, কেরালা ও পুদুচেরিতে। এবিপি নেটওয়ার্ক ও সি-ভোটার সার্ভের জনমত সমীক্ষা অনুসারে পালাবদল ঘটবে তামিলনাড়ুতে,ক্ষমতায় আসতে চলেছে ডিএমকে-কংগ্রেস নেতৃত্বাধীন জোট। আসামে ক্ষমতায় থাকবে বিজেপি। কেরালতেও বামেদের ক্ষমতায় থেকে যাওয়ার ইঙ্গিত খুবই স্পষ্ট। কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতে এনডিএ ও ইউপিএ জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584